মাস্ক যেন নাকের নিচে না নামে, বিমান ভ্রমণে কড়া নির্দেশনা
চলমান টিকাদান কর্মসূচির মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। গত কয়েকদিন ধরেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতিতে আরও কঠোর হয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
সংস্থাটি জানিয়েছে, করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় থাকায় কোনো যাত্রীর মুখে মাস্ক সঠিকভাবে না থাকলে তাকে বিমানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। শনিবার (১৩ মার্চ) এই ঘোষণা দেয় তারা।
বিজ্ঞাপন
তবে সংস্থাটির এই সিদ্ধান্ত নিছকই স্বপ্রণোদিত নয়। যে সকল যাত্রী যথাযথভাবে মাস্ক না পরে বিমানে উঠবেন কেবিন ক্রুরা তাদেরকে বিমান থেকে নামিয়ে দেবেন বলে সম্প্রতি একটি নির্দেশ দেয় দিল্লির হাইকোর্ট। যাত্রীরা সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, ঠিকমতো মাস্কও পরছেন না; বিষয়টি নজরে আসার পর এই আদেশ দেয় আদালত।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি ভারতের বিচারপতি সি হরি শঙ্কর কলকাতা থেকে দিল্লিগামী বিমানে উঠে লক্ষ্য করেন, বহু যাত্রী মাস্ক পরে রয়েছেন চিবুকের নিচে অর্থাৎ থুতনিতে এবং অনুরোধ করার পরও তারা মাস্কগুলো সঠিকভাবে পরতে অনীহা প্রকাশ করছিলেন। এরপরই তিনি তার পর্যবেক্ষণের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা করেন।
বিচারপতি শঙ্কর স্পষ্ট করে জানান, সরকারের নির্দেশ অনুযায়ী মাস্ক পরতে হবে, নাক ও মুখ তাতে ঢাকা থাকতে হবে। অর্থাৎ কেবল মুখ বা মুখের নিচে থুতনিতে মাস্ক পরলে হবে না।
— DGCA (@DGCAIndia) March 13, 2021
এরপর শনিবারই বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ জানায়, ‘বিমান ভ্রমণের সময় অনেক যাত্রীই সঠিকভাবে কোভিড প্রোটোকল মেনে চলছেন না। বিমানবন্দরে পা রাখা থেকে ভ্রমণের পুরো সময়টাতে ঠিকমতো মাস্কও পরছেন না যাত্রীরা। নাক ও মুখের নিচেই তা সাধারণত নামিয়ে রাখা হচ্ছে। এখন থেকে এমনটা হলে সঠিকভাবে মাস্ক না পরা যাত্রীদের আকাশপথে যাত্রা করতে দেওয়া হবে না।’
শুধু তাই নয়, নিয়ম মানতে অনিচ্ছুকদের সতর্ক করে ডিজিসিএ আরও জানিয়েছে, বিমান ভ্রমণের সময় একাধিকবার বলা সত্ত্বেও কোভিড প্রোটোকল না মানলে সেই যাত্রীকে ‘অবাধ্য যাত্রী’ বলে চিহ্নিত করা হবে।
করোনা মহামারির মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলেও সংক্রমণ রুখতে ও যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে সবরকম ব্যবস্থাই করেছে ভারতের বিমানবন্দরগুলো। করোনা টেস্ট থেকে সামাজিক দূরত্ব, সব নিয়মই মেনে চলতে বলা হয় প্রত্যেককে। কিন্তু অনেক সময়ই শারীরিক দূরত্ব বজায় না রেখে বিমানবন্দরে ঘুরে বেড়ান যাত্রীরা। এমনকি বিমানে ওঠার সময় ঠিকমতো মাস্কও পরেন না অনেকে। এসব নিয়ম মানতে একাধিকবার অনুরোধ করা হলেও অনেকে তাতে কান দেন না।
আর এ কারণেই এবার বাধ্য হয়ে বিজ্ঞপ্তি জারি করল ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থা। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মাস্ক যেন নাকের নিচে না নামে। প্রত্যেকে যেন এই নিয়ম পালন করেন, সে বিষয়টিও নজরে রাখতে বলা হয়েছে।
টিএম