জর্ডানের রাজধানী আম্মানের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছয়জন রোগী অক্সিজেন সঙ্কটে মারা যাওয়ার পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবাইদাত পদত্যাগ করেছেন। শনিবার তিনি পদত্যাগ করেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে, হাসপাতালে রোগীদের মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনদের নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে দেশটির সরকার। রয়টার্স বলেছে, শনিবার ভোরের দিকে রাজধানী আম্মানের নিউ সল্ট সরকারি হাসপাতালের করোনা, মা ও শিশু ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অক্সিজেন সঙ্কট দেখা দেয়।

সরকারের একজন মুখপাত্র বলেন, হাসপাতালের ওই ঘটনার পর প্রধানমন্ত্রী বিশার আল খাসাওনেহ স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবাইদাতকে পদত্যাগের নির্দেশ দেন। এর আগে, হাসপাতালে অক্সিজেন সঙ্কটে রোগীদের প্রাণহানির ঘটনায় নিজের নৈতিক দায় এড়াতে পারেন না বলে স্বীকার করেন মন্ত্রী।

ওবাইদাত বলেন, প্রাথমিক তদন্তে হাসপাতালে এক ঘণ্টার অক্সিজেন সঙ্কটের কারণে ছয়জনের প্রাণহানি ঘটেছে। রাষ্ট্রের আইনজীবীরা এই ঘটনায় দায়ের হওয়া মামলার কার্যক্রম পরিচালনা করছেন।

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগী মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হওয়ার পর হাসপাতাল পরিদর্শন করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ।

বর্তমানে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণের মুখোমুখি হয়েছে জর্ডান। দেশটিতে করোনার নতুন করে এই উল্লম্ফনের পেছনে ব্রিটেনে শনাক্ত হওয়া ধরনটি কাজ করছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন। ভাইরাসের বিস্তারের লাগাম টানতে গত সপ্তাহে দেশজুড়ে ব্যাপক কড়াকড়ি আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার থেকে পুনরায় পুরোমাত্রার লকডাউন কার্যকর করেছে জর্ডান।

দেশটিতে গত বৃহস্পতিবার একদিনে ৮ হাজার ৩০০ জনের করোনা শনাক্ত হয়। এক বছর আগে দেশটিতে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনাও ঘটেছে ওইদিন।

প্রায় ১ কোটি মানুষের এই দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ হাজার ২২৪ জন মারা গেছেন।

সূত্র: রয়টার্স।

এসএস