বুস্টার ডোজ নেওয়ার পর ভেবেছিলাম মরে যাব : ইলন মাস্ক
করোনাভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সারা বিশ্বে চলছে বিতর্ক। এর মধ্যে টিকা নিয়ে টুইটার সিইও ইলন মাস্কের একটি মন্তব্যে বিশ্বব্যাপী বিতর্ক আরও বেড়ে যায়।
ইলন মাস্ক এক প্রশ্নের জবাবে বলেন, করোনার টিকা বুস্টারের দ্বিতীয় ডোজ নেওয়ার পর তার শরীরে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। আরও বলেন, দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার পর বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছিল আমি মরে যাব।
বিজ্ঞাপন
এক টুইট বার্তায় মাস্ক লিখেছেন, দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার পর মরে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। তবে আমি আশা করি, টিকার কোনো দীর্ঘ স্থায়ী ক্ষতি নেই।
এমএ