অষ্টম শ্রেণির ছাত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ৪৭ বছর বয়সী এক স্কুল শিক্ষক। ১৩ বছরের মেয়েকে প্রেমপত্রও লিখে ফেলেছেন তিনি। কিন্তু এই ঘটনা পরিবারকে জানিয়ে দিয়েছে ওই ছাত্রী। শনিবার ভারতের উত্তরপ্রদেশের কনৌজের এই ঘটনা জানাজানি হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। শ্লীলতাহানির অভিযোগও দায়ের হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য পুলিশ।

পুলিশের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, ছাত্রীকে এক পাতার চিঠিতে প্রেম নিবেদন করেছেন ওই শিক্ষক। প্রেমপত্রে ছাত্রীর নামও লিখেছেন তিনি। স্কুলের ছুটি শুরুর আগে যেন তার সঙ্গে দেখা করে ছাত্রী, সেই আকুতিও চিঠিতে তুলে ধরেছেন। লিখেছেন, যদি সত্যিই তাকে ভালোবাসে, তাহলে যেন অবশ্যই তার সঙ্গে দেখা করে ওই ছাত্রী। চিঠি পড়ার পর ছাত্রী যাতে তা ছিঁড়ে ফেলে, সে কথাও উল্লেখ করা হয়েছে।

শিক্ষকের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি বাবা-মাকে জানায় ওই ছাত্রী। এরপর ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীর বাবা-মা। এ কাজের জন্য শিক্ষককে ক্ষমা চাইতে বলেন তারা। কিন্তু ক্ষমা চাওয়ার বদলে ওই শিক্ষক তাদের মেয়েকে গায়েব করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা-মা।

পরে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় গিয়ে নালিশ করেছে ছাত্রীর পরিবার। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

কনৌজের পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ বলেছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা কৌস্তভ সিংহ বলেন, ‘এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসএস