ভারতের উত্তরাখন্ডের কিছু এলাকায় ক্রমাগত বসে যাচ্ছে জমি। ফাটল ধরছে একের পর এক বাড়িতে। একই অবস্থা হচ্ছে রাস্তাঘাটেও।  

একটি শহরে অন্তত সাড়ে পাঁচশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু পরিবারকে। আরও আতঙ্কের বিষয় হলো এই ফাটল এখনও থামেনি। বেশ কিছু অঞ্চলে প্রতিদিন মাটি বসে গিয়ে নতুন করে ফাটল দেখা দিচ্ছে।  

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলছেন, স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো বিপর্যয়ের মুখে পড়তে না হয়, আমাদের সরকার তা নিশ্চিত করবে। 

পরিবেশবিদদের একাংশ বলছেন, অপরিকল্পিত উন্নয়ন বিশেষত পাহাড়ি এলাকায় নির্বিচারে গাছ কেটে ঘরবাড়ি বানানোর ফলেই উত্তরাখণ্ডে ভূমিধস ক্রমশ বাড়ছে। তা ছাড়া জোশীমঠের ওই এলাকায় পুরনো ধসে জমা মাটির ওপর বহু বাড়িঘর তৈরি হয়েছিল বলে স্থানীয় একটি সূত্রের দাবি। অতিরিক্ত নির্মাণের চাপে অপেক্ষাকৃত আলগা সেই মাটি এ বার বসে যেতে শুরু করেছে বলে। 

এনএফ