একটি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, হ্যাকিংয়ের শিকার হয়েছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। ওই সময় হ্যাকাররা ২০ কোটিরও বেশি ব্যবহারকারীর ইমেইল এড্রেসের তথ্য চুরি করে এবং সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে প্রকাশ করে দেয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ইসরায়েলভিত্তিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা হার্ডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গাল টুইটার হ্যাক হওয়া এবং তথ্য চুরির বিষয়টি সামনে এনেছেন। ২০২২ সালের ২৪ ডিসেম্বর এ নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আমার দেখা অন্যতম বড় তথ্য ফাঁস।’ তিনি আরও লিখেছেন, এ তথ্য ফাঁসের কারণে আরও হ্যাকিংয়ের ঘটনা ঘটবে।  

তবে টুইটার তার দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং  হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও তারা কি পদক্ষেপ নিয়েছিল এ ব্যাপারে কিছুই জানায়নি।

যে অনলাইন ফোরামে চুরিকৃত তথ্যগুলো ফাঁস করা হয়েছে সেখান থেকে নেওয়া কিছু স্ক্রিন শট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। তবে বার্তাসংস্থা রয়টার্স এসব স্ক্রিনশটের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এছাড়া কখন কোন সময় টুইটার হ্যাকিংয়ের শিকার হয়েছিল সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে রয়টার্স জানিয়েছে, ২০২১ সালের শুরুতে এ ঘটনা ঘটে থাকতে পারে। তখন মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিক ছিলেন না।

এদিকে সদ্যই বিদায় নেওয়া ২০২২ সালের ডিসেম্বরে খবর বের হয়েছিল টুইটারের ৪০ কোটি ব্যবহারকারীর ইমেইল এড্রেস এবং ফোন নাম্বারের তথ্য চুরি হয়েছে। এখন নতুন যে সংখ্যাটি বলা হচ্ছে আগের সংখ্যার সঙ্গে অনেক তফাৎ রয়েছে।

সূত্র: রয়টার্স

এমটিআই