জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ভারী তুষারপাতের কারণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। তুষারপাতে আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি মানুষ।

একই সঙ্গে ভারি তুষারপাতের কারণে ১০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর দেশটির উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলীয় এলাকায় উচ্চ ঢেউয়ের কারণে দুই ফুট পর্যন্ত গভীর তুষারপাত ও তুষারঝড় হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, শনিবার বিকেল পর্যন্ত তুষারপাতের কারণে ৮০ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জনেরও বেশি মানুষের অবস্থা গুরুতর এবং ৫০ জনের বেশি হালকা আহত হয়েছেন।

জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের প্রতিবেদন অনুযায়ী, ভারী তুষারপাত ও তুষারঝড়ের কারণে জাপানের উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান সেবা ব্যাহত হয়েছে। এছাড়া মধ্য ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে।

সূত্র: রয়টার্স।

এসএস