তাজমহলের দর্শনার্থীদের জন্য বাধ্যতামূলক হলো করোনা টেস্ট
চীনে করোনার সাম্প্রতিক উল্লম্ফনের জেরে ইতোমধ্যে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় ও রাজ্যসরকার। সেসবের মধ্যে সর্বশেষ যুক্ত হলো ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দর্শনার্থীদের সবচেয়ে বড় আকর্ষণ তাজমহল।
উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত এই মোঘল স্থাপত্যকীর্তিতে প্রবেশের আগে দর্শনার্থীদের করোনা টেস্ট করানো বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগের আগ্রা জেলা শাখার তথ্য কর্মকর্তা অনিল সাতসাঙ্গি ভারতের সংবাদমাধ্যম এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
অনিল বলেন, ‘রাজ্যের স্বাস্থ্যবিভাগ ইতোমধ্যে বিভিন্ন এলাকায় করোনা টেস্টের হার বাড়াতে নানাপদক্ষেপ নেওয়া শুরু করেছে। সেসবেরই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন যেসব দর্শনার্থী তাজমহল দেখতে আসেন, তাদের সবাইকে অবশ্যই করোনা টেস্টের রিপোর্ট সঙ্গে রাখতে হবে এবং যেদিন তারা আসবেন, তার অন্তত ৭২ ঘণ্টা আগে টেস্ট করাতে হবে।’
মোঘল সম্রাট শাহজাহান নিজের মৃত স্ত্রী মমতাজ মহলের স্মরণে যে সমাধিসৌধ নির্মাণ করেছিলেন, সেটিই তাজমহল নামে পরিচিত। ১৬৩২ খ্রিস্টাব্দে এই ভবনের নির্মাণকাজ শুরু হয়, শেষ হয় ১৬৫৩ সালে।
ভারতের যেসব পর্যটন স্থান কিংবা ট্যুরিস্টস্পট দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটক ও দর্শনার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয়— সেসবের মধ্যে অন্যতম এই তাজমহল। প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার মানুষ তাজমহল দেখতে আসেন।
এসএমডব্লিউ