৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে নাটকীয় জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে দক্ষিণ আমেরিকান এই দেশটি।

আর এরপরই উচ্ছ্বাসে-উল্লাসে মেতে ওঠেছে পুরো আর্জেন্টিনা। এই উচ্ছ্বাস এতোটাই বেশি যে আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছে মেসির ছবি। বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। তবে সংবাদটি সঠিক নয়! 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,  আর্জেন্টিনার ব্যাংক নোটে মেসির ছবি শীর্ষক দাবিগুলো সঠিক নয় বরং ব্যাংক নোটে মেসির ছবি শীর্ষক দাবিগুলোর গ্রহণযোগ্য অফিশিয়াল কোন ভিত্তি নেই এবং মেসি ও আর্জেন্টিনা টিমের ছবি সম্বলিত ভাইরাল ১০০০ পেসোর নোটটি ভুয়া।