আমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন স্ট্যান্ডিং কমিটি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদি মেডিকেল কলেজ’ নামকরণের অনুমোদন দিয়েছে ভারত সরকার।

গত ৫ ডিসেম্বরের এক চিঠিতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এ তথ্য জানিয়েছে ভারত সরকার। এতে বলা হয়েছে, আপনাদের কলেজ কর্তৃপক্ষ থেকে মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদি মেডিকেল কলেজ’ নামকরণের যে প্রস্তাবটি এসেছিল তা অনুমোদন করা হয়েছে।

আমেদাবাদের মেয়র কৃতি পারমার জানিয়েছেন, করপোরেশনে স্ট্যান্ডিং কমিটি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের বিষয়ে সাড়া দিয়েছে। এটির নতুন নামকরণ করা হচ্ছে নরেন্দ্র মোদি মেডিকেল কলেজ। মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে এই নতুন নামকরণ করা হয়েছে। 

২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই মণিনগর কেন্দ্র থেকে জয়ী হতেন নরেন্দ্র মোদি। পরে তিনি লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন। তখন আমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন স্ট্যান্ডিং কমিটি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবটি এনেছিল। পরে সেটি পাসও হয়ে যায়। এবার সরকারের মাধ্যমে সেই নামকরণের প্রস্তাবকে অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার হাসপাতালের নাম হবে প্রধানমন্ত্রীর নামে।

এমএ