ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচনে তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রেকর্ড-ভাঙা জয় পেতে যাচ্ছে। বৃহস্পতিবার প্রাথমিক ভোট গণনায় রাজ্যটির ১৮২টির মধ্যে ৮০ শতাংশেরও বেশি আসনে এগিয়ে আছে বিজেপি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, মোদির নিজ রাজ্যে যেকোনও নির্বাচনে তার দল এবারই সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। আর গুজরাটের এই ফল আগামী ২০২৪ সালের ভারতের সাধারণ নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদীদের দারুণ উৎসাহ জোগাবে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় শিল্প রাজ্য গুজরাট বিজেপির শক্তিশালী এক ঘাঁটি; ১৯৯৫ সালের পর সেখানে রাজ্য বিধানসভা নির্বাচনে হারেনি গেরুয়া শিবির। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে নরেন্দ্র মোদি ১৩ বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বিবিসি বলছে, গুজরাটে মোদির দুর্গে রেকর্ডসংখ্যক আসনে জয়ী হতে চলেছে বিজেপি। এখন পর্যন্ত এই রাজ্যের ১৫৭টি আসনে এগিয়ে রয়েছে দলটি; যা সেখানকার মোট ১৮২ আসনের ৮০ শতাংশের বেশি। অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধীদল কংগ্রেস মাত্র ১৭টি আসনে এগিয়ে আছে।

গুজরাটে এর আগে বিজেপির সবচেয়ে সেরা ফল ছিল ২০০২ সালে। ওই বছর বিধানসভার নির্বাচনে ১২৭ আসনে জয় পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু এবারে অতীতের সব রেকর্ড ভেঙে নজির গড়তে যাচ্ছে দলটি। সর্বশেষ ২০১৭ সালের নির্বাচনে বিজেপি ৯৯টি আসনে জয় পেয়েছিল।

নির্বাচনী এই ফলে গুজরাটের রাজধানী গান্ধীনগরে বিজেপি অফিসে শত শত কর্মী-সমর্থক ড্রাম বাজিয়ে নেচে গেয়ে উদযাপন করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক টুইট বার্তায় বলেছেন, বিজেপির সুশাসনের প্রতি গুজরাটের মানুষের অটল বিশ্বাসের জয় হয়েছে। ধন্যবাদ গুজরাট!

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব, ক্রমবর্ধমান ধর্মীয় মেরুকরণ নিয়ে সমালোচনা সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার মাঝে শক্তিশালী অবস্থানের কারণে দেশটিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে মোদির। আগামী ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় মেয়াদের দিকে নজর রাখছেন নরেন্দ্র মোদি। গুজরাটের ভোটের দৌড়ে রাজ্যজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন তিনি।

গুজরাটে ভূমিধস বিজয় বিজেপির জন্য ব্যাপক আশার হলেও বুধবার ঘোষিত ফলাফলে দেশটির রাজধানী দিল্লি পৌরসভার নিয়ন্ত্রণ হারিয়েছে আম আদমি পার্টির (এএপি) কাছে।

মোদির নিজ রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও উত্তরাঞ্চলীয় ছোট রাজ্য হিমাচল প্রদেশের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে বিজেপি। এই রাজ্যের বিধানসভার ৬৮টি আসনের মধ্যে অন্তত ৩৯টিতে জয়ের পথে রয়েছে কংগ্রেস।

হিমাচল প্রদেশের ক্ষমতার আশায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণাত্মক প্রচারণা চালিয়েছিলেন। এতে গেরুয়া শিবিরে বেশ আশার আলো সঞ্চারিত হলেও প্রাথমিক গণনায় বিজেপি মাত্র ২৬টি আসনে এগিয়ে রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স, এনডিটিভি।

এসএস