মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস সতর্ক করেছেন, সামনে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। এ কারণে মার্কিনিদের আসন্ন উৎসবগুলোতে অযথা অর্থ খরচ না করার পরামর্শ দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে একটি সাক্ষাৎকারে এমন পরামর্শ দিয়েছেন বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি বেজোস। তিনি সাধারণ মানুষকে হাতে টাকা রাখতে এবং অপ্রয়োজনীয় জিনিসে অর্থ খরচ না করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মন্দায় প্রবেশ করায় নতুন গাড়ি, বড় পর্দার টিভি এবং রেফ্রিজারেটর কেনার আগে ভাবতে অনুরোধ করেছেন তিনি।

সিএনএনের সঙ্গে বেজোস বলেছেন, ‘টেবিল থেকে কিছু ঝুঁকি কমিয়ে ফেলুন। হাতে কিছু নগদ অর্থ রাখুন…যদি আমরা আরও অর্থনৈতিক সমস্যায় পড়ি তাহলে, শুধুমাত্র অল্প ঝুঁকি কমালেই ছোট ব্যবসায় এটি বড় ব্যবধান গড়ে দেবে। আপনাদের কিছুটা হিসাব-নিকাশ করে চলতে হবে।’

এক সময়ের বিশ্বের শীর্ষ ধনী বেজোস আরও বলেছেন, ‘যদি আপনি বড় পর্দার একটি টিভি কেনার চিন্তা করে থাকেন, আপনারা হয়ত অপেক্ষা করতে চাইবেন, টাকা হাতে রাখুন, দেখুন কি হয়। নতুন গাড়ি, রেফ্রিজারেটর বা যা কিছুই হোক সবকিছুর ক্ষেত্রে এটি খাটে। শুধুমাত্র কিছু ঝুঁকি ঝেড়ে ফেলুন।’

এই মার্কিন ধনকুবের আরও বলেছেন , ‘বর্তমানে অর্থনীতির অবস্থা ভালো দেখা যাচ্ছে না, ব্যবসায়িক কার্যক্রম কমে আসছে, আপনি দেখছেন অনেক অনেক সেক্টরে ছাঁটাই চলছে।’

সূত্র: এনডিটিভি

এমটিআই