নেপালে ভূমিকম্প, কম্পন অনুভূত হলো দিল্লিতেও
হিমালয়কন্যা বলে পরিচিত দেশ নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং দেশটি থেকে বহুদূরে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে তার কম্পন। শনিবার রাত ৮ টার দিকে নয়াদিল্লিবাসী এই ভূমিকম্পজনিত কম্পন অনুভব করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
নয়ডা, গুরুগ্রামসহ রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।
বিজ্ঞাপন
নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় জেলা বাঝাংয়ের পাতাদেওয়াল গ্রামে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। নেপালের স্থানীয় সময় রাত ৮টা ১২ মিনিটে এই ভূমিকম্প হয়। দিল্লির ঘড়ির কাঁটা এসময় ছিল সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিটের ঘরে।
— National Center for Seismology (@NCS_Earthquake) November 12, 2022
‘এই নিয়ে গত তিন দিনে ৫ম বারের মতো ভূমিকম্প হলো নেপালে। প্রতিটিরই মাত্রা ছিল ৪ অথবা তার ওপর,' বিবৃতিতে উল্লেখ করেছে নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষ।
শনিবার রাত আটটার দিকে দিল্লিতে ভূকম্প অনুভব করার পর সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়, অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও আতঙ্কজনিত প্রচুর মিম শেয়ার করেছেন দিল্লিবাসী।
এর আগে গত মঙ্গলবার নেপালের স্থানীয় সময় রাত পৌনে ২ টার দিকে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পে নিহত হন ৬ জন এবং আহত হন আরও ৮ জন।
ওই ভূমিকম্পের কম্পন দিল্লি তো বটেই, হরিয়ানা ও উত্তরপ্রদেশেও অনুভূত হয়েছিল।
এসএমডব্লিউ