বাইডেনের পর টিকা নিলেন ফাউচি
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স অ্যাজার, কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছয় স্বাস্থ্যকর্মীর সঙ্গে টিকা নিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।
বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, বাইডেনের টিকা নেওয়ার মুহূর্তটির মতো ফাউচিসহ এসব শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার টিকা নেওয়ার মুহূর্ত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট (এনআইএইচ) থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
বিজ্ঞাপন
এই টিকার কার্যকারিতা ও সুরক্ষায় যে আমার ভীষণ আস্থা আছে দেশবাসীকে তা জানাতেই আমি প্রকাশ্যে টিকা নিচ্ছি
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি
বিশ্বনন্দিত এই মার্কিন চিকিৎসাবিজ্ঞানী বাম হাতের শাট গুটিয়ে টিকা নেওয়ার সময় বলেন, ‘এই টিকার কার্যকারিতা ও সুরক্ষায় যে আমার ভীষণ আস্থা আছে দেশবাসীকে তা জানাতেই আমি প্রকাশ্যে টিকা নিচ্ছি’।
ডা. ফাউচি আরও বলেন, ‘যাদের জন্য সুযোগ তৈরি হয়েছে তাদের সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহী করতে চাই আমি। এতে করে আমাদের দেশে সুরক্ষার যে বর্ম তৈরি হবে তা মহামারির অবসান ঘটাতে পারে।’
প্রথম আমেরিকান হিসেবে মার্কিন কোম্পানি মডার্নার তৈরি টিকা নিয়েছেন ৭৯ বছর বয়সী ডা. অ্যান্থনি ফাউচি।
সোমবার বাইডেন মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেকের যৌথভাবে তৈরি করোনার টিকা নিলেও ৭৯ বছর বয়সী ডা. অ্যান্থনি ফাউচি প্রথম আমেরিকান হিসেবে নিয়েছেন আরেক মার্কিন কোম্পানি মডার্নার তৈরি টিকা।
স্বাস্থ্যমন্ত্রী অ্যাজার ও ফাউচির সঙ্গে টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিউটের পরিচালক ফ্রান্সিস কলিন্স
উল্লেখ্য, এই টিকা যৌথভাবে তৈরি করেছে মডার্না ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জিস অ্যান্ড ইনফেকশাস ডিজিস (এনআইএআইডি)। আর ডা. ফাউচি ১৯৮৪ সাল থেকে এই এনআইএআইডি‘র প্রধান।
স্বাস্থ্যমন্ত্রী অ্যাজার ও ফাউচির সঙ্গে টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিউটের পরিচালক ফ্রান্সিস কলিন্স। অ্যালেক্স অ্যাজার এই ঘটনাকে ‘অসাধারণ এক বৈজ্ঞানিক অর্জন’ হিসেবে বর্ণনা করেছেন।
এএস