ভিডিও: পত্রিকা পড়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি
দাঁতের ব্যথার জন্য দন্ত চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে ক্লিনিকের এক কক্ষে বসে পত্রিকা পড়তে শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই পত্রিকা পড়া অবস্থায় আচমকা পড়ে যান তিনি। সেখান থেকে অন্য হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, পত্রিকা পড়ার সময় পড়ে যাওয়া ওই ব্যক্তি মারা গেছেন।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভারতের রাজস্থানের বার্মারে এক ক্লিনিকে দিলীপ কুমার মাদানি (৬১) নামের ওই ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
চিকিৎসকের সিরিয়ালের জন্য ক্লিনিকে অপেক্ষার সময় বেঞ্চে বসে পত্রিকা পড়ছিলেন তিনি। এ সময় হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি এবং এক মিনিটের মধ্যেই মেঝেতে লুটিয়ে পড়েন।
পরে ক্লিনিকের কর্মীরা মাদানির সহায়তায় দ্রুত এগিয়ে আসেন। এমনকি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পত্রিকা পড়া অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়ার এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
— NDTV (@ndtv) November 7, 2022
ওই ব্যক্তির তৈরি পোশাকের ব্যবসা ছিল এবং তিনি গুজরাটের সুরাটে বসবাস করতেন। সামাজিক এক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য গত ১ নভেম্বর রাজস্থানের বার্মারে যান তিনি। গত ৫ নভেম্বর দাঁতে ব্যথা অনুভব করেন এবং চেকআপ করানোর জন্য সেখানকার একটি ক্লিনিকে যান তিনি। কিন্তু চিকিৎসককে দাঁত দেখানোর আগেই সংজ্ঞা হারিয়ে মেঝেতে পড়ে যান এই ব্যবসায়ী।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ক্লিনিকের কর্মীরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে বার্মারের নাহাতা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ক্লিনিকের মালিক ডা. কপিল জৈন বলেছেন, আমি মাদানির পরিবারের সাথে কথা না বলা পর্যন্ত এই বিষয়ে কিছু বলতে পারব না। আমাকে জানানো হয়েছিল, তিনি হামলার শিকার হয়েছেন এবং ক্লিনিকের কর্মীরাও তাকে ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে গেছেন।
মাদানির ভাই ব্যবসায়ী মাহেন্দ্র মাদানি বলেন, শনিবার সকালের দিকেও তার ভাই সুস্থ ছিলেন। আমি জানি না আসলে কী ঘটেছে। তবে হার্ট অ্যাটাক করে থাকতে পারেন বলে ধারণা করেছেন তিনি। মৃত্যুর খবর পাওয়ার পর মাদানির পরিবারের সদস্যরা বার্মারে যান। পরে শনিবার তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সূত্র: এনডিটিভি।
এসএস