এক মিনিটে সবচেয়ে বেশিবার মানব স্কিপিং, গিনেজ রেকর্ড
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে শুধু যে পরিচিত ঘটনা বা জনপ্রিয় প্রতিভা স্থান পায়, তা নয়। কোমর স্কিপিং, মুখের মধ্যে জ্বলন্ত মোমবাতি ধরে রাখার মতো অদ্ভুত ঘটনাও সেখানে স্থান পায়। কিন্তু মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করার রেকর্ড এবারই প্রথম।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ...কোনো দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’
বিজ্ঞাপন
— Guinness World Records (@GWR) October 21, 2022
ভিডিওতে দেখা গেছে, অদ্ভুত এক খেলায় প্রতিযোগিতা করছেন দুইটি দল। প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গ্রুপটি গত ১৫ ফেব্রুয়ারি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছে। অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।
বিশ্ব রেকর্ডের এমন সব প্রতিযোগিতার সাম্প্রতিক একটি উদাহরণের হলো ৩০ সেকেন্ডে সবচেয়ে বেশি ডিম ভেঙে বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা। গত সেপ্টেম্বরে এই রেকর্ড গড়া হয়। রেকর্ড জয়ী ছিলেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্যান্ডার। তিনি এক মিনিটেরও কম সময়ে এক হাতে ১৮টি ডিম ফাটাতে সক্ষম হন।
এমএইচএস