ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৬ মে শনিবার তার অভিষেক লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ অক্টোবর) বাকিংহাম প্যালেস এই কথা ঘোষণা করেছে।

রাজ্যাভিষেকের দিন রানি কনসোর্ট ক্যামিলাও রাজার পাশে থাকবেন এবং ঐতিহাসিক অনুষ্ঠানে তিনিও মুকুট পরবেন। বুধবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত মাসে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সাথে সাথেই এবং কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই রাজা হয়েছিলেন ৭৩ বছর বয়সী চার্লস। রাজা তৃতীয় চার্লস নাম নিয়ে সিংহাসনেও বসেছেন ব্রিটেনের সাবেক এই প্রিন্স অব ওয়েলস।

কিন্তু রাজা চার্লসের এখনও রাজ্যাভিষেক হয়নি। মঙ্গলবার সেই অভিষেক অনুষ্ঠানেরই তারিখ ঘোষণা করা হলো। অভিষেকের দিন অনেক আচার-অনুষ্ঠানের সাথে ব্রিটেনের নতুন এই রাজাকে সার্বভৌম হিসাবে অভিষিক্ত করা হবে এবং তার মাথায় মুকুট পরানো হবে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, ‘অভিষেক অনুষ্ঠান আমাদের নতুন রাজার ভূমিকাকে প্রতিফলিত করবে ও ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং একইসাথে দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে জমকালো আয়োজনও থাকবে।’

ব্রিটেনে নতুন রাজা বা রানির অভিষেক অনুষ্ঠানটি সাধারণত রাজা/রানির সিংহাসনে বসার কয়েক মাস পরে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি একটি পবিত্র এবং ধর্মীয় অনুষ্ঠান যা অ্যাংলিকান কমিউনিয়নের আধ্যাত্মিক প্রধান ক্যান্টারবারির আর্চবিশপ পরিচালনা করে থাকেন।

মূলত অভিষেক অনুষ্ঠান হলো রাজা হিসেবে চার্লসের দায়িত্ব গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী ধাপ। রাজ্যাভিষেক অনুষ্ঠানেই তিনি আনুষ্ঠানিকভাবে মুকুট পরবেন। তবে এর জন্য প্রস্তুতি নিতে হয়, তাই গত মাসে রাজা হিসেবে সিংহাসনে বসলেও এই অভিষেক অনুষ্ঠান হয়নি।

রানি এলিজাবেথ সিংহাসনে বসেছিলেন ১৯৫২ সালে, কিন্তু ১৯৫৩ সালের জুনের আগে তার অভিষেক হয়নি। গত নয়শো বছর ধরে অভিষেক অনুষ্ঠান হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। উইলিয়াম দ্যা কনকোয়ারার ছিলেন প্রথম রাজা, যার অভিষেক হয়েছিল সেখানে। আর চার্লস হবেন ৪০তম রাজা।

মূলত মা দ্বিতীয় এলিজাবেথের মুকুট পরার প্রায় ৭০ বছর পর ২০২৩ সালের মে মাসে মাথায় মুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস। আর এর মাধ্যমেই নতুন এই ব্রিটিশ রাজার রাজত্বের সূচনা চিহ্নিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজ্যাভিষেককে কেন্দ্র করে কিছু প্রথাগত জাঁকজমক অনুষ্ঠান কমাতে চান রাজা চার্লস। তিনি এই বিষয়টি নজরে রেখেছেন যে, অনুষ্ঠানটি এমন একটা সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন তার দেশ জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় লড়াই করছে।

এর আগে চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, আগামী বছরে রাজা তৃতীয় চার্লসের বয়স হবে ৭৪ বছর। এতে করে ব্রিটিশ ইতিহাসে মুকুট পরা সবচেয়ে বয়স্ক ব্যক্তিতে পরিণত হবেন তিনি।

এছাড়া ওই প্রতিবেদনে আরও বলা হয়, রাজা চার্লসের রাজ্যাভিষেকটি পূর্ববর্তী অনুষ্ঠানগুলোর চেয়ে ছোট, আরও বিনয়ী সংস্করণের হবে। মূলত আধুনিক ব্রিটেনের বৈচিত্র্যের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের প্রতিনিধিদের জন্য সেখানে স্থান থাকবে।

টিএম