জাকারবার্গের মেটাকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল রাশিয়া
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মার্কিন টেক জায়ান্ট ‘মেটা’কে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং এ তথ্য জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর রুশ কর্তৃপক্ষ মেটাকে ‘রুশোফোবিয়া’ বা ‘রাশিয়াভীতি’ প্রচারের দায়ে অভিযুক্ত করে। পরে মার্চের শেষের দিকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে ‘চরমপন্থী কার্যকলাপ চালানো’র দায়ে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়।
বিজ্ঞাপন
গত ১০ মার্চ মেটা এক ঘোষণায় জানায়, তাদের প্লাটফর্মগুলোতে ‘রাশিয়ার আক্রমণকারীদের মৃত্যু’ চাওয়ার মতো বক্তব্য-বিবৃতি প্রচারের অনুমতি দেওয়া হবে। তবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুমকি প্রচার করা যাবে না।
আর রাশিয়াবিরোধী এ ধরনের পোস্ট কেবল ইউক্রেনীয় ভূখণ্ড থেকে ব্যবহারকারীরা দিতে পারবেন বলে জানানো হয়। মার্চের পর থেকে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ রয়েছে।
তবে অনেক রুশ নাগরিক ভিপিএনের মাধ্যমে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগের এসব মাধ্যম ব্যবহার করছেন।
রাশিয়ায় ইনস্টাগ্রামের বিশেষ জনপ্রিয়তা রয়েছে। দেশটিতে বিজ্ঞাপন ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের অন্যতম মূল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো ইনস্টাগ্রাম।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেটার অ্যাপ ব্যবহার করছেন। রাশিয়ার এই সিদ্ধান্তের ফলে তালেবানসহ অন্য সন্ত্রাসী সংগঠন ও রাশিয়াবিরোধী সংস্থার মতো সন্ত্রাসী সংগঠনের তালিকায় মেটাকে যুক্ত করল।
সূত্র: এএফপি।
এসএস