আত্মীয়ের মৃত্যুর পর তার মরদেহ সৎকারের শেষকৃত্যে যোগ দিতে শ্মশানে গিয়েছিলেন কিছু মানুষ। পরে রাতের আঁধারে শ্মশানের পাশেই নদীর ঘাটে গিয়েছিলেন কয়েকজন। সেখানে একপর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দু’জন।

সোমবার (১০ অক্টোবর) রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিমতলা ঘাট শ্মশান সংলগ্ন গঙ্গা নদীতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যম বলছে, আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে বেলেঘাটা থেকে নিমতলা ঘাট শ্মশানে এসে গঙ্গায় নেমে সেলফি তুলছিলেন ছয় যুবক। একপর্যায়ে স্রোতের টানে তারা তলিয়ে যান। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় তিন জন। পরে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এখনও দু’জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে গঙ্গায় নেমেছে রাজ্যটির বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, বেলেঘাটা থেকে আত্মীয়ের মরদেহ নিয়ে নিমতলা ঘাট শ্মশানে এসেছিল একটি দল। সেই দলের ছয় সদস্য গঙ্গার বিপজ্জনক ঘাটে সেলফি তুলতে যায়। সেসময় গঙ্গার বান আসার কথা ঘোষণা করা হয়। কিন্তু সেলফি তুলতে মগ্ন যুবকরা সেই ঘোষণা হয় শোনেনি বা শুনলেও উপেক্ষা হয়তো করেছিলেন।

তারা যখন সেলফি তুলছিলেন, তখন স্রোত এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়। ছয়জনের মধ্যে একজন সাঁতরে ঘাটে আসেন। দুইজনকে উদ্ধার করে স্থানীয় মানুষ। কিন্তু তিনজন তলিয়ে যান। পরে উদ্ধারকারী দল এসে সন্তোষ শঙ্কর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ দুই যুবকের নাম দীপক যাদব এবং বিকি সিং।

মূলত বেলেঘাটা থেকে আসা যুবকরা তাদের আত্মীয়ের মরদেহ নিয়ে রাত সাড়ে এগারোটার দিকে নিমতলা মহাশ্মশানে পৌঁছায়। তারপর ছয় যুবক গঙ্গার ঘাটে সেলফি তুলছিল। তাদের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে।

টিএম