হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার
হলিউড চলচ্চিত্রে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী এবং শান্তিতে নোবেলজয়ী নারী মালালা ইউসুফজাই। যুক্তরাষ্ট্রে ভ্যারাইটির সাম্প্রতিক পাওয়ার অব উইমেন শীর্ষক অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন।
শনিবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। গত মাসের শেষের দিকে আয়োজিত পাওয়ার অব উইমেন অনুষ্ঠানে মালালাকে সম্মাননা দেওয়া হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মালালা ইউসুফজাই বলেন: ‘আমি এখন এক দশকেরও বেশি সময় ধরে অ্যাক্টিভিজম (রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন আনতে জোরালোভাবে কাজ) করছি। আমি বুঝতে পেরেছি যে, আমাদের সক্রিয়তাকে শুধুমাত্র এনজিও (বেসরকারি সংস্থা) এর কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: মানুষের মন এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কাজও রয়েছে - এবং এর জন্য একটু বেশি কাজ করতে হবে।’
২৫ বছর বয়সী এই নারী প্রযোজক (কন্টেন্ট প্রডিউসার) হিসাবে নিজের নতুন ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, জনসংখ্যার ২৫ শতাংশ মুসলিম হওয়া সত্ত্বেও, ‘জনপ্রিয় টিভি সিরিজগুলোতে মাত্র ১ শতাংশ চরিত্রে মুসলিমদের দেখা যায়।’
আমেরিকান রাজনীতিবিদ হিলারি ক্লিন্টন এবং তার মেয়ে চেলসি, মার্কিন অভিনেত্রী এলিজাবেথ ওলসেন, টক শো উপস্থাপিকা অপরাহ উইনফ্রে এবং সাবেক মার্কিন অভিনেত্রী ও ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল-সহ ‘এ ক্যাটাগরির’ অতিথিদের সম্বোধন করে মালালা আরও বলেন: ‘পরোক্ষভাবে বা স্পষ্টভাবে আপনাকে প্রায়ই হলিউডে বলা হয়, চরিত্রগুলো খুব অল্প বয়স্ক, খুব বাদামী, বা খুব মুসলিম, অথবা যদি শেতাঙ্গ নয় এমন কোনো ব্যক্তিকে নিয়ে একটি শো তৈরি করা হলে এটিই বলা হয় - আপনার আর কোনো শো তৈরি করার দরকার নেই। এই ধারণাটি পরিবর্তন করা প্রয়োজন।’
শান্তিতে নোবেলজয়ী এই নারী অধিকারকর্মী বলেন, ‘আমি একজন নারী, একজন মুসলিম, একজন পশতুন, একজন পাকিস্তানি এবং একজন অ-শেতাঙ্গ মানুষ। এবং আমি ‘সাকসেশন’, ‘টেড ল্যাসো’ এবং ‘সেভারেন্স’ দেখেছি, যেখানে প্রধান প্রধান চরিত্রে অভিনয়কারী ব্যক্তিরা হলেন শ্বেতাঙ্গ মানুষ - এবং বিশেষ করে অনেক শেতাঙ্গ পুরুষ।’
ইউসুফজাই বলেছেন, ‘যদি আমরা সেই শোগুলো দেখতে পারি, তবে আমি মনে করি দর্শকদের এমন শো দেখতে সক্ষম হওয়া উচিত যা অ-শেতাঙ্গ লোকদের দিয়ে তৈরি করা হয়, অ-শেতাঙ্গ লোকদের মাধ্যমে প্রযোজিত ও পরিচালিত হয় এবং প্রধান প্রধান চরিত্রে অভিনয়কারী ব্যক্তিরা অ-শেতাঙ্গ থাকেন। এটা সম্ভব, এবং আমি সেটিই করতে যাচ্ছি।’
টিএম