চলতি বছর ওয়ার্লড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপূজা। ইউনেস্কোর এমন স্বীকৃতির পর কলকাতার বেশির ভাগ ক্লাব নিজেদের পূজা নিয়ে নানা অভিনব উদ্যোগ নেওয়ার পথে হাঁটছে।

এবার ৭৮তম বর্ষে কলকাতার চালতাবাগান সর্বজনীনের ভাবনা যেমন একেবারেই অন্য রকম। সম্প্রতি খুঁটিপূজার দিনে আনুষ্ঠানিকভাবে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবছরের ভাবনা। চালতাবাগানে এবারের থিম ‘যাপনের উদযাপন’।

এই পূজার সবচেয়ে বড় চমক প্রতিমায়। ব্রিটেনের রানিকে সন্মান জানিয়েছে চালতাবাগান পূজা কমিটি। প্রতিমা তৈরি হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের আদলে। প্রতিমা তৈরির ভার শিল্পী সুবল পালের।

আরও পড়ুন: রাজার বেশে কমল হাসান, শুটিংয়ে হাজির রানি এলিজাবেথ

৯৬ বছর বয়সে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বলা চলে, ব্রিটেনের রাজতন্ত্রে দীর্ঘতম অধ্যায়ের সমাপ্তি ঘটল তার জীবনাবসানের মাধ্যমে। প্রায় সাত দশক যিনি ব্রিটেনের সিংহাসনে ছিলেন, তার মৃত্যু যে সারা বিশ্বকে নাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য।

এই পরিস্থিতিতে কাকতালীয় থিমের হাত ধরে কলকাতার পূজাতে ফিরে আসছেন রানি। রানি এলিজাবেথকে সম্মান জানানোর এমন ভাবনা এ শহরে এই প্রথম বলেই বিশ্বাস চালতাবাগান সর্বজনীন পূজা কমিটির।

এসএসএইচ