লিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিক মন্ত্রীর পদত্যাগ
কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ নেত্রী লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর ব্রিটিশ মন্ত্রিসভার তিন জন সদস্য পদত্যাগ করেছেন। এরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল, সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস এবং দপ্তরবিহীন মন্ত্রী নিগেল অ্যাডামস।
০৫ সেপ্টেম্বর, যেদিন যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে জয়ী হয়ে দেশের নতুন প্রধানমন্ত্রী হন, সেই দিনই পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন মন্ত্রিসভার এই তিন সদস্য।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বিশ্লেষণ করে জানা গেছে, প্রীতি প্যাটেল ও নিগেল অ্যাডামসের পদত্যাগের মূল কারণ বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আনুগত্য, আর নাদিনে ডরিসের পদত্যাগের মূল কারণ লিজ ট্রাসের সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পাশাপাশি এমপি পদ থেকেও অব্যহতি নিয়েছেন ডরিস।
সোমবার এক টুইটবার্তায় প্রীতি প্যাটেল বলেন, ‘গত তিন বছর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের জন্য দায়িত্বপালন করা আমার জন্য খুবই সম্মানজনক ছিল। আমি আমার সাধ্যমত দায়িত্ব পালন করেছি।’
‘বর্তমানে কিছু বিশেষ কারণে আমার পক্ষে এই পদে আর থাকা সম্ভব হচ্ছে না। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অব্যহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে সাধারণ জনপ্রতিনিধি হিসেবে আমি পেছনে থেকে কাজ করে যাব এবং নতুন প্রধানমন্ত্রীর প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।’
পৃথক এক টুইটবার্তায় নিগেল অ্যাডামস বলেন, ‘২০১৯ সালে যিনি কনজারভেটিভ পার্টিকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন, তার (বরিস জনসন) এরকম বিদায় মেনে নেওয়া কষ্টকর। আর নতুন প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার মন্ত্রিসভা নতুন করে সাজাতে চাইবেন। এসব কারণেই (মন্ত্রিসভা থেকে) আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস নিজের পদত্যাগ সম্পর্কিত স্পষ্ট ঘোষণা না দিলেও জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বেই তার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ। তিনি তার সংসদীয় আসন থেকেও পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার এক টুইটবার্তায় ডরিস জানিয়েছেন, এখন থেকে লেখালেখি এবং নিজেকে সময় দেবেন তিনি।
সূত্র : দ্য হেরাল্ড, ডেডলাইন
এসএমডব্লিউ