ট্যাক্সিতে ধূমপান করতে নিষেধ করায় তা নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড বাঁধিয়েছেন ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ও নৌবাহিনীর চার সদস্য। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তারও হতে হয়েছে তাদের। 

রোববার সন্ধ্যায় ঘটনার শুরুতে ট্যাক্সিতে ধূমপান করা নিয়ে চালকের সঙ্গে বাগবিতণ্ডা হয় ওই চারজনের। এর জেরে তারা ট্যাক্সিচালককে বেধড়ক মারপিট করেন। দুই পুলিশ সদস্য ওই ট্যাক্সিচালককে উদ্ধার করতে গেলে ওই চারজন তাদেরও লাঞ্ছিত করে। 

পুলিশ জানিয়েছে, ট্যাক্সিচালক তাদের বলেন যে, তার ট্যাক্সিটি সিএনজিচালিত হওয়ায় এর ভেতরে ধূমপান নিষিদ্ধ। এতে তারা রেগে যায় এবং ট্যাক্সি থামাতে বলে। তারপর তাকে গাড়ি থেকে নামিয়ে পেটাতে শুরু করে। দু’জন পুলিশ সদস্য এ সময় ওই চালককে উদ্ধার করতে সক্ষম হলে পরে তাদেরও মারধর শুরু করেন ওই চারজন।   

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এনএফ