ছবি : আনন্দ বাজার

মেঘ ভাঙা বৃষ্টি (ক্লাউডবার্স্ট) ও ভূমিধসে হিমালয় পর্বত সংলগ্ন ভারতীয় রাজ্য হিমাচলের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সীমিত এলাকায় আকস্মিক প্রবল বর্ষণকে বলা হয় মেঘভাঙা বৃষ্টি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ধরমশালা, কাংরা, কুল্লু ও মান্ডি জেলা।

বৃষ্টির জেরে ধরমশালা জেলার বিভিন্ন এলাকায় ধস নেমেছে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে মান্ডি জেলায়। বিভিন্ন এলাকার ঘরবাড়ি, দোকানে ঢুকে পড়েছে পানি। কাংরা জেলার চাক্কি নদীর একটি রেল সেতু প্রবল বৃষ্টি ও নদীর পানির স্রোতে হুড়মুড় করে ভেঙে পড়েছে।

বৃষ্টির কারণে রেলসেতুর তিনটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়, তার জেরেই ভেঙে পড়েছে সেতুটি।

ভারী বৃষ্টির কারণে কাংরা, কুল্লু ও মান্ডি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, শনিবারও এসব জেলো বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এছাড়া বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে নতুন ৩ জেলায়। এসব জেলা হলো—কাংরা, চম্বা ও বিলাসপুর। জেলায়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় ও পর্যটকদের নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে হিমাচল রাজ্য সরকার।

 

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার 

এসএমডব্লিউ