পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মার্কিন শাখা যুক্তরাষ্ট্রে দলটির ভাবমূর্তি উন্নয়নের জন্য একটি জনসংযোগ সংস্থা নিয়োগ দিয়েছে। পিটিআইয়ের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে অভিযোগ করার পর গত এপ্রিল থেকে দেশটিতে দলটিকে যুক্তরাষ্ট্রবিরোধী হিসেবে দেখছে ওয়াশিংটন।

এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান ও তার দল ষড়যন্ত্রের মাধ্যমে পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতনের জন্য স্থানীয় চক্রান্তকারীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছিল বলে পরিকল্পিত প্রচারণা চালিয়ে আসছে। শুধু তাই নয়, পিটিআই  নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসানোর এই ষড়যন্ত্রে মার্কিন প্রশাসন জড়িত বলেও অভিযোগ করেন ইমরান খান।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দলটির নেতার এই ধরনের প্রচারণায় ওয়াশিংটনে পিটিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এখন জনসংযোগ সংস্থা নিয়োগের মাধ্যমে পিটিআই তা প্রশমন করতে চাইছে বলে ইঙ্গিত মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পিটিআইয়ের চেয়ারম্যানের অন্যতম প্রধান অনুসারী সাজ্জাদ বুরকি বলেছেন, ‘এটি একটি পিআর ফার্ম এবং মার্কিন নাগরিকদের একটি গ্রুপের মধ্যে চুক্তি। কোনও লবিস্ট নয়।’

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনকে তিনি বলেন, ‘আমরা পিটিআই পাকিস্তানের পক্ষে লবিং করছি না। এমনকি মার্কিন প্রশাসনের মাঝেও লবিং করছি না।’

গত ১ আগস্ট যুক্তরাষ্ট্রের জনসংযোগ প্রতিষ্ঠান ফেন্টন-আরলুকের ডেভিড ফেন্টন এবং পিটিআইয়ের যুক্তরাষ্ট্র শাখার নিয়োগকৃত অ্যাটর্নি সালমান রাভালার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি গত ৯ আগস্ট থেকে কার্যকর হয়।

এতে বলা হয়েছে, পিটিআই যুক্তরাষ্ট্র শাখা ‘কোনও বিদেশি রাজনৈতিক দলের তত্ত্বাবধান, মালিকানাধীন কিংবা নিয়ন্ত্রিত নয়। তবে কিছু ক্ষেত্রে পাকিস্তানের একটি বিদেশি রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়।’

টেক্সাসের ডালাসে পিটিআইয়ের আরেক কর্মকর্তা আতিফ খান ডনকে বলেন, পিটিআই যুক্তরাষ্ট্র শাখা ফার্মটিকে প্রতি মাসে ২৫ হাজার মার্কিন ডলার ফি হিসেবে দেবে। আর এই অর্থ যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত পিটিআই সমর্থকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

৯ আগস্ট দাখিল করা নথিতে দেখা যায়, যুক্তরাষ্ট্র এবং সেখানে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের সাথে সুসম্পর্ক রক্ষার লক্ষ্যে ফেন্টন-আরলক এলএলসির সাথে চুক্তি করেছে পিটিআই।

এখন এই জনসংযোগ সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নে ফেন্টন-আরলক কাজ করবে বলে নথিতে ইঙ্গিত মিলেছে। চুক্তি অনুযায়ী, পিআর ফার্মটির প্রধান ক্লায়েন্ট হলো নিউইয়র্ক-ভিত্তিক পিটিআই। সংস্থাটিকে মার্কিন প্রশাসন এবং গণমাধ্যমের সাথে সম্পর্ক রক্ষায় আগামী ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

এসএস