দুদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর মাঝেই আচমকা আবাসিক এলাকার রাস্তায় পানিতে ঘুরে বেড়াচ্ছে বিশালদেহী এক কুমির। এই দৃশ্য দেখে স্থানীয়দের মাঝে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগের কর্মকর্তারা সেই কুমির উদ্ধার করে সংরক্ষিত এলাকায় ছেড়ে দিয়েছেন।

ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলার এক আবাসিক এলাকায় এই ঘটনা ঘটেছে। শিবপুরীর পুলিশ কর্মকর্তা অজয় ​​ভার্গব বলেছেন, কুমিরটিকে রোববার ভোরের দিকে শিবপুরীর পুরোনো বাস স্ট্যান্ডের কাছের একটি কলোনিতে দেখা যায়। পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: বিচ্ছেদ ঠেকাতে গেলেন আদালতে, সেখানেই গলাকেটে স্ত্রীকে খুন করলেন স্বামী

তিনি বলেন, মাধব জাতীয় উদ্যানের উদ্ধারকারী একটি দলকে ডাকা হয়েছিল এবং এক ঘণ্টার চেষ্টার পর কুমিরটি আটক করা হয়েছে। আট ফুট লম্বা কুমিরটিকে পরে শঙ্খ সাগর হ্রদে অবমুক্ত করা হয়। সেখানকার কর্মকর্তারা বলেছেন, কুমিরটি হয়তো পাশের একটি নালা থেকে কলোনিতে প্রবেশ করেছে।

উদ্ধার অভিযানের একটি ভিডিওতে আবাসিক কলোনির সরু গলির একটি বাড়ির সামনে কুমিরটিকে এগিয়ে যেতে দেখা যায়। শনিবার রাতভর বৃষ্টিপাতের কারণে শিবপুরী জেলা প্রশাসন কর্মীদের কালেক্টরের পূর্বানুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগ না করার নির্দেশ দিয়েছে।

এসএস