রুশদির ওপর হামলার নিন্দা জানিয়ে খুনের হুমকি পেলেন জে কে রাউলিং
ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলার নিন্দা জানিয়ে হত্যার হুমকি পেয়েছেন জনপ্রিয় কল্পকাহিনী ‘হ্যারি পটার’ সিরিজের লেখিকা জে কে রাউলিং। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে, শুক্রবার নিউইয়র্কের এক সাহিত্য আড্ডার মঞ্চে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি আক্রান্ত হন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ২৪ বছর বয়সী হাদি মাতার নামের এক যুবক সালমান রুশদির ওপর ছুরি হামলা চালান। হামলার শিকার বুকারজয়ী লেখক সালমান রুশদিকে একদিন পর ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া হামলায় আহত হওয়ার পর তিনি আবারও কথা বলতে পারছেন।
বিজ্ঞাপন
অতীতে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারের বিষয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন জে কে রাউলিং। শুক্রবার ৭৫ বছর বয়সী রুশদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছিলেন জনপ্রিয় এই লেখিকা। টুইটে তিনি লিখেছিলেন, ভয়ঙ্কর খবর। এই মুহূর্তে খুব অসুস্থ বোধ করছি। আশা করছি তিনি সুস্থ আছেন।
এই পোস্টে একজন ব্যবহারকারী মন্তব্যের ঘরে লিখেছেন, ‘চিন্তা করবেন না। পরের টার্গেট আপনি।’ এই ব্যবহারকারী টুইটারে রুশদির ওপর হামলাকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেন।
টুইটার ব্যবহারকারীর এই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে টুইটার সাপোর্ট পেইজকে ট্যাগ করে সহায়তা চান জে কে রাউলিং। সেই টুইটে তিনি টুইটার কর্তৃপক্ষের কাছে জানতে চান, কোনও সহায়তা পাওয়ার সুযোগ আছে কি? পরে এই টুইটারের কমেন্টে তিনি জানান, পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
রাউলিং লিখেছেন, যারা সহায়ক বার্তা পাঠিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। পুলিশ ইতোমধ্যে এই ঘটনায় জড়িয়েছে।
ব্রিটিশ এই লেখিকা সহায়তা চেয়ে যে মন্তব্য করেছিলেন সেই বিষয়ে টুইটার কর্তৃপক্ষের ফিডব্যাকের স্ক্রিনশটও শেয়ার করেছেন। এতে টুইটার কর্তৃপক্ষ বলেছে, আপনি যে কন্টেন্টের বিষয়ে রিপোর্ট করেছেন, তা টুইটারের নিয়ম-নীতির লঙ্ঘন করেনি।
সূত্র: এনডিটিভি।
এসএস