প্রতিদিনের মতো অফিসে গেলেন। হঠাৎ বস ডেকে বললেন, ‘আপনার চাকরি নেই! কাল থেকে আর আসতে হবে না’। চাকরি হারানোর এমন ঘটনা অনেক রয়েছে। কিন্তু কাউকে চাকরিচ্যুত করে বস অঝোরে কাঁদছেন, এমন ঘটনা বিরল।

কর্মী ছাঁটাইয়ের পর অঝোরে কেঁদেছেন ‘হাইপার সোশ্যাল’ নামক একটি বেসরকারি মার্কেটিং পরিষেবা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্র্যাডেন ওয়ালেক। সেই কান্নার দৃশ্য ফোনে ধারণ করে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। যা রাতারাতি ভাইরাল হয়ে গেছে।

একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার এমন কাণ্ড অবাক করেছে সবাইকে। কান্নার ছবিটি লিঙ্কডইনে পোস্ট করে ব্র্যাডেন লিখেছেন, ‘অফিসের সব বসেরা কোমল হৃদয়ের হন না।’

ব্র্যাডেন দাবি করেন, তিনি শুধু টাকার কথা চিন্তা করেন না। সেই ভাবনা থাকলে এমন কষ্ট পেতেন না।

এদিকে লিঙ্কডইনে করা ব্র্যাডেনের ওই পোস্টে অনেকে তার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আবার একটি অংশ এমন কাজে চটেছেন। অনেকেই বিষয়টিকে কুমিরের কান্না বলে দাবি করেছেন।

সামাজিক মাধ্যমে তাকে নিয়ে মন্তব্যে লিখেছেন, এ সবই আসলে প্রচার পাওয়ার ফন্দি। কেউ আবার লিখেছেন, ‘সত্যিই যদি তিনি কর্মীদের প্রতি সমব্যথী হতেন, তাহলে ছবি তুলে প্রকাশ করতেন না। আর কর্মীও ছাঁটাই করতেন না।

এমএইচএস