কানাডার আকাশে বিরল মেরুপ্রভা
প্রকৃতিতে সত্যিই বিস্ময়কর। কত না সুন্দর ভাবে সাজানো আমাদের এই ছোট গ্রহ পৃথিবী। প্রতি মুহূর্তেই প্রকৃতি নানা উপহার সাজিয়ে নিয়ে সামনে হাজির হয়। আর সেসব দেখে রীতিমতো মুগ্ধ আমরা। সম্প্রতি তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন কানাডাবাসী। হঠাৎ দেশটির আকাশ ভরে উঠল বিরল রকমের সবুজ রঙে।
জানা গিয়েছে, সূর্য থেকে নির্গত একটি জিওম্যাগনেটিক স্টর্ম বা ভূ-চৌম্বকীয় ঝড় সোমবার রাতে এসে পৌঁছেছিল পৃথিবীতে। এর প্রভাবে দক্ষিণ কানাডার আকাশে চমৎকার ও বিরল এই সবুজ আভা দেখা যায়। যা অরোরা বা মেরুপ্রভা হিসেবেই বিশেষ পরিচিত। ওই মেরুপ্রভার ছবি ব্যাপক সাড়া ফেলেছে।
বিজ্ঞাপন
অরোরা তৈরির শর্ত হল, সূর্য থেকে তড়িদাহত সৌরকণা এসে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে আঘাত করবে। পৃথিবীর চুম্বকক্ষেত্রের প্রভাবে সৌরকণাগুলো পৌঁছায় দুই মেরুতে। এ কারণেই মেরু অঞ্চল থেকে অরোরা ভালো দেখা যায়। এর মধ্যে নর্দার্ন লাইটসকে অরোরা বোরিয়ালিস বলা হয়। সাউদার্ন লাইটস অরোরা অস্ট্রালিস হিসেবে পরিচিত।
এই নর্দার্ন বা সাউদার্ন লাইটসের মতো তৈরি হয় স্ট্রং থার্মাল এমিশন ভেলোসিটি এনহ্যান্সমেন্ট, যা স্টিভ নামে পরিচিত। ২০১৬ সালে কানাডার বিজ্ঞানীরা স্টিভ আবিষ্কার করেন। এই স্টিভ এক বিশেষ মেরুপ্রভা। স্টিভ সাধারণত রাতের আকাশে দীর্ঘ ফিকে লাল রঙের রেখার মতো দেখায়। তবে কখনো কখনো এটি সমান্তরাল সবুজ ফিতের মতোও দেখতে লাগে।