পার্থর জামিন আবেদন খারিজ, ইডির হেফাজতে রাখার নির্দেশ
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। একইসঙ্গে আদালত আগামী ৩ অগাস্ট পর্যন্ত তাকে ইডির হেফাজতে রাখার আদেশ দেন।
নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার গ্রেপ্তারের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এসএসকেএম নয়, ইডির দাবি মেনে ভুবনেশ্বরের এইমসে তার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন কলকাতার হাইকোর্ট। ওইদিন সকালে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে এইমসে।
বিজ্ঞাপন
চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি, থাইরয়েডসহ বেশকিছু শারীরিক সমস্যা থাকলেও, তা গুরুতর নয়। সেদিন রাতেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়।
সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি আদালতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। অপর অভিযুক্ত অর্পিতা চট্টোপাধ্যায় অবশ্য সশরীরেই হাজির ছিলেন।
আদালতে জামিন আবেদন করেন পার্থের আইনজীবী। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ। তার বাড়ি থেকে টাকা উদ্ধার করেনি ইডি। এসময় নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করেন তদন্তকারী সংস্থা।
তাদের দাবি, দুর্নীতিকাণ্ডে যাবতীয় টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছেই গেছে। এমনকি, অর্পিতার বাড়ি থেকে যে টাকা পাওয়া গেছে, সেগুলোও এই সাবেক শিক্ষামন্ত্রীর মাধ্যমে গেছে। দুই জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক তথ্য জানা যাবে।
এমএইচএস