প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার নেতৃত্বাধীন জাপান সরকার সোমবার দেশটির সামরিক বাজেট অনুমোদন করেছে। এবারের বাজেট অনুযায়ী দেশটির প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার পাবে। দেশটির ইতিহাসে এর আগে এত বড় সামরিক বাজেটে অনুমোদন দেওয়া হয়নি।  

ইয়োশিহিদে সুগা তার পূর্বসূরী জাপানের সদ্যসাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে কর্তৃক নির্ধারিত সামরিক ব্যয় অনুযায়ী এই বাজেট নির্ধারণ করেছেন। এছাড়া চলতি বছর চীন তাদের সামরিক ব্যয়ও বাড়িয়েছে ৬ দশমিক ৬ শতাংশ যা গত তিন দশকে অল্প পরিবর্তন হিসেবে দেখছেন সমালোচকরা। 

ক্ষেপণাস্ত্র কেনা এবং সৈন্যদের প্রশিক্ষণ দিতে চীন, উত্তর কোরিয়া এবং এশিয়া মহাদেশের অন্যান্য দেশকে প্রাধান্য দিচ্ছে জাপান। 

অন্যদিকে জাপান বড় পরিসরে ক্ষেপণাস্ত্র কেনা এবং তাদের সৈন্যদের প্রশিক্ষণ দেয়ার জন্য চীন, উত্তর কোরিয়া এবং এশিয়া মহাদেশের অন্যান্য দেশকে প্রাধান্য দিচ্ছে। 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়ান দ্বীপের বিদ্রোহীদের প্রতিরোধে সামরিক ব্যয় ধরেছে ৩২৩ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে ইয়োশিহিদে সুগা নেতৃত্বাধীন জাপনারে বর্তমান সরকার 

জাপান তাদের সামরিক যুদ্ধজাহাজের বহরে আরও দুটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে

জাপানের সামরিক বাহিনী ৬২৮ মিলিয়ন ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ও ৯১২ মিলিয়ন ডলার ব্যয়ে দুটি যুদ্ধজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া দ্বীপরাষ্ট্র জাপান তাদের সামরিক যুদ্ধজাহাজের বহরে আরও দুটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে। 

সূত্র: রয়টার্স, আলজাজিরা ও সিএনএ 

এইচএকে/এএস