মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেড়াতে গিয়ে সমুদ্রের পানির ঢেউয়ের তোড়ে ভেসে গেছেন ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি ও তার দুই সন্তান। এ ঘটনায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে ৯ বছরের মেয়ে শ্রুতি।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ জুলাই)। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহরাষ্ট্রের শশীকান্ত দুবাইয়ের বাসিন্দা ছিলেন। সেখানকার একটি সংস্থায় তিনি সেলস ম্যানেজারের কাজ করতেন। সম্প্রতি স্ত্রী ও দুই সন্তানসহ তারা সপরিবারে ওমানে বেড়াতে গিয়েছিলেন। সেখানে বুধবার সমুদ্রের কাছে শশীকান্তর ছয় বছরের ছেলে শ্রেয়াস এবং নয় বছরের মেয়ে শ্রুতি খেলা করছিল। হঠাৎ সমুদ্রের উঁচু ঢেউ তীরে আছড়ে পড়ে। ঢেউ এ সময় শ্রেয়াস ও শ্রুতিকে টেনে নিয়ে যেতে থাকে। সেটি দেখে শশীকান্ত তাদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। কিন্তু ঢেউয়ের তীব্রতা তাকেও সমুদ্রে টেনে নিয়ে যায়।

পরে উদ্ধারকারী দল শশীকান্ত ও তার ছয় বছরের ছেলে শ্রেয়াসের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে মেয়ে শ্রুতি।

মহারাষ্ট্রে যে এলাকার শশীকান্ত বাসিন্দা ছিলেন সেখানে তার পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এরইমধ্যে ওমানের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে এমন ঘটনা যে ঘটতে পারে তা এলাকার মানুষ বিশ্বাস করতে পারছেন না।

সূত্র : এনডিটিভি

জেডএস