কেন স্কুলে প্রধান শিক্ষক পাঞ্জাবি পাজামা পরে আসবেন? এ প্রশ্ন তুলে ভারতের বিহারের লখিসারাইতে জেলা প্রশাসক এক স্কুলের হেডমাস্টারের বেতন বন্ধ করে দেন। জেলা প্রশাসকের অভিযোগ, স্কুলে নেতাদের মতো পাজামা পাঞ্জারি পরে কোনো শিক্ষক এসে পড়াতে পারবেন না।

এক ভাইরাল ভিডিওতে জেলা প্রশাসককে এ বক্তব্য দিতে দেখা যায়। সেখানে তিনি কাউকে ফোন করে ওই প্রধান শিক্ষকের বেতন বন্ধসহ শোকজ করার কথাও বলেন।

ভিডিওতে দেখা যায়, স্কুল শিক্ষককে রীতিমতো স্কুলের ভেতর ভর্ৎসনা করেন। এরপর বহু নেটিজেন এই প্রশ্ন তোলেন যে কেন ওই শিক্ষককে পোশাক পরা নিয়ে এতবড় সিদ্ধান্তের পথে এগোলেন জেলা প্রশাসক? অনেকের প্রশ্ন, তাহলে কি পাঞ্জাবি পায়জামা পরা অপরাধ?

জেলা প্রশাসকের প্রশ্ন ছিল কেন প্রধান শিক্ষকের গলায় গামছা থাকবে? এর উত্তরে শিক্ষক বলেন, স্কুলে গত ৩ দিন ধরে বিদ্যুৎ নেই। তার প্রচণ্ড ঘাম হয়। আর সে কারণেই তিনি গামছা ব্যবহার করেন। যা শুনে আরও ক্ষুব্ধ হন শার্ট-প্যান্ট পরিহিত জেলা প্রশাসক।

ওএফ