ভারতের মহারাষ্ট্র রাজ্যের অনেক অঞ্চলে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে আশঙ্কাজনক হারে বাড়ছে নদী-নালার পানির স্তর। অতিবৃষ্টির প্রভাব পড়েছে রাজ্যের প্রায় ১৩০টি গ্রামে। এখন পর্যন্ত কমপক্ষে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

এমন সংকটজনক পরিস্থিতিতে পুণের দুই পুলিশ সদস্যের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এতে দেখে গেছে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ডুবতে যাওয়া এক ব্যক্তিকে বাঁচিয়েছেন তারা।

এনসিপি নেত্রী এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। এতে সাদ্দাম শেখ এবং অজিত পোকারে নামের দত্তওয়াড়ি থানার দুই পুলিশ সদস্যকে দেখা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পুণের শিবানে বাগুল উদ্যানে।

ঝুঁকি নিয়ে ওই দুই পুলিশ সদস্য কীভাবে অন্যের প্রাণ বাঁচিয়েছেন, সেই কাজের প্রশংসা করেছেন সংসদ সদস্য সুপ্রিয়া সুলে। মহারাষ্ট্র পুলিশকে নিয়ে তিনি গর্ব বোধ করেন, সে কথাও জানিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, কঠিন স্রোতের সঙ্গে লড়াই করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে এক ব্যক্তিকে ডুবে যাওয়া থেকে বাঁচালেন তারা। ভিডিওটি ইতোমধ্যে ৯০ হাজার ভিউ হয়েছে। লাইক পড়েছে ১৩৫ হাজারের কাছাকাছি।

বহু মানুষ এতে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন লিখেছেন, ‘সত্যিই প্রশংসনীয়!! আমরা সাদ্দাম শেখ জি এবং অজিত পোকারে জিকে নিয়ে গর্বিত। আমাদের পুলিশ বাহিনীতে এমন সাহসী রত্ন থাকাটা সত্যিই আমাদের কাছে গর্বের। চালিয়ে যান।’

অন্য একজন মন্তব্য করেছেন, ‘সত্যিই প্রশংসনীয় কাজ। আমরা আপনাদের নিয়ে গর্বিত।’

এমএইচএস