শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করল
পদত্যাগ করছেন গোতাবায়া
হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবন দখলে নেওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। সোমবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন।
গভীর অর্থনৈতিক সংকটের মাঝে গত শনিবার শ্রীলঙ্কার হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে জড়ো হয়। পরে সেখান থেকে তারা প্রধানমন্ত্রী রনিল ব্ক্রিমাসিংহে এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েন। বিক্ষুব্ধ জনতা এখন বলছে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা দখলে নেওয়া বাসভবন ছাড়বেন না।
বিজ্ঞাপন
এর আগে, দেশটির সংসদের স্পিকার বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, তা জানা যায়নি। শনিবার বাসভবনে জনতার পর থেকে তাকে প্রকাশ্যে কথা বলতেও দেখা যায়নি।
একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার জলসীমায় নৌবাহিনীর একটি জাহাজে অবস্থান করছেন গোতাবায়া। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে হানা দেওয়ার আগেই তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বিলাসবহুল বাসভবন থাকলেও সেখানে নিয়মিত থাকতেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তিনি সাধারণত ঘুমাতেন প্রেসিডেন্টের বাসভবনের কাছেই ছোট একটি বাসায়।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ব্যবহার করতেন কেবল দাপ্তরিক কিংবা সরকারি কাজে। নিজের পরিবারসহ কলম্বোর একটি বেসরকারি বাসভবনে থাকেন তিনি।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না।
এসএস