স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে জনসাধারণের ক্রমবর্ধমান তীব্র ক্ষোভের মাঝে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। পূর্ব-ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের হাজার হাজার মানুষ শনিবার রাজধানী কলম্বোতে জড়ো হন। পরে পুলিশের সাথে সংঘর্ষের পর তারা প্রেসিডেন্ট গোতাবায়ার সরকারি বাসভবনে ঢুকে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়েছেন। তারা বাড়ির ছাদে, বাগানে শ্রীলঙ্কার পতাকা টাঙিয়ে দিয়েছেন।

একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সুইমিং পুলে নেমে সাঁতার কাটছেন। এ সময় পুলের পাশে দাঁড়িয়ে অনেক বিক্ষোভকারীকে লঙ্কান পতাকা উড়াতে দেখা যায়। আর এই ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, গোয়েন্দাদের এমন তথ্য পাওয়ার পর শুক্রবার প্রেসিডেন্ট ভবন থেকে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। বর্তমানে দেশটির সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে তিনি অবস্থান করছেন বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

এদিকে, সারা দেশ থেকে ছুটে আসা মানুষের রাজধানী কলম্বোতে বিক্ষোভ এবং প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। একই সঙ্গে তিনি সংসদের অধিবেশন আহ্বান করতে স্পিকারের প্রতিও অনুরোধ জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি, শ্রীলঙ্কা মিরর।

এসএস