ভারতের নতুন এয়ারলাইন্স সংস্থা ‘আকাশ এয়ার’ দেশে বাণিজ্যিকভাবে ফ্লাইট শুরুর অনুমতি পেয়েছে। ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার সংস্থার পক্ষে টুইটারে এই সুসংবাদ জানানো হয়েছে।

টুইটে জানানো হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়ে গেছি। এটা গুরুত্বপূর্ণ একটা মাইলফলক।’

বছর খানেক আগেই জানা গিয়েছিল, নতুন এয়ারলাইন্স চালু করতে যাচ্ছেন ঝুনঝুনওয়ালা। আগামী ৪ বছরের মধ্যে ৭২টি প্লেন অপারেশনের পরিকল্পনা রয়েছে তার। এয়ারলাইন্সটি হবে সাশ্রয়ী। ভবিষ্যতে অনেক বেশি মানুষ আকাশপথে ভ্রমণ করবেন। এই আশা নিয়েই এয়ারলাইন্স চালু করার পরিকল্পনা করেন তিনি।

মে মাসেই আকাশ এয়ারের ‘ফার্স্ট লুক’ টুইট করেছিলেন ঝুনঝুনওয়ালা। তার আগে গত বছরের অক্টোবর মাসে বেসামরিক বিমান পরিষেবা মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েছিল এয়ারলাইন্স সংস্থাটি। 

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিনয় দুবে বলেছিন, ‘জুন মাসের মাঝামাঝি সময়ে আমাদের হাতে প্লেন চলে আসবে। তা পেলেই আমরা অপারেটিং পারমিট পাওয়ার বিষয়ে একধাপ এগোতে পারব। এরপর নিয়মমতো পরীক্ষামূলক ফ্লাইট চালুর ব্যবস্থা করব। যার মাধ্যমে আমরা এওপি-র (এয়ার অপারেটর পারমিট) অনুমোদন পাব।’

গত ২১ জুন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মার্কিন উড়োজাহাজ নির্মাতা সংস্থা বোয়িং থেকে তারা তাদের প্রথম এয়ারক্রাফট পেয়েছেন। বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের এয়ারক্রাফটি সিয়াটল থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

গত বছরের নভেম্বরে বোয়িংয়ের সঙ্গে ৭২টি এয়ারক্রাফট ক্রয়ে চুক্তি করে আকাশ এয়ার। যার সবগুলোই ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ। এর মধ্যে ১৮টি উড়োজাহাজ আগামী বছরের মার্চের মধ্যে তাদের হাতে পৌঁছাবে। বাকি ৫৪টি ২০২৬ সালের মধ্যে ধাপে ধাপে হস্তান্তর করবে বোয়িং।

সূত্র : সংবাদ প্রতিদিন

জেডএস