শিলিগুড়ি থেকে এবার বাসেই যাওয়া যাবে কাঠমান্ডু
শিলিগুড়ি-কাঠমান্ডু বাস চালুর মধ্যে দিয়ে ভারত ও নেপালের মধ্যে সরকারি বাস চলাচল শুরু হলো। গতকাল ইন্দো-নেপাল আন্তর্জাতিক এ বাস পরিষেবা চালু করা হয়েছে।
এ বাস চালুর ফলে এবার সড়ক পথে যুক্ত হলো শিলিগুড়ি আর কাঠমান্ডু। পুরো যাত্রায় সময় লাগছে ১০ ঘণ্টা। ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। এ বাস সার্ভিস চালুর ঘোষণা আগেই হয়েছিল, গতকাল কেবল উদ্বোধন করা হলো।
বিজ্ঞাপন
আপাতত প্রতি সোম, বুধ ও শুক্রবার শিলিগুড়ি থেকে ছেড়ে যাবে বাস। আর কাঠমান্ডু থেকে ছেড়ে আসবে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার।
প্রথমদিনই এই বাসে যাত্রী সংখ্যাও ছিল সন্তোষজনক। গৌতম ভট্টাচার্য নামে এক পর্যটকের কথায়, ‘আমরা অপেক্ষায় ছিলাম এই বাসের জন্য। পরিষেবা শুরু হচ্ছে, এটা জানার সঙ্গে সঙ্গে টিকিট বুক করেছি।’
নেপালের বাসিন্দা বিকাশ মাঝি বলেন, ‘কর্মসূত্রে কলকাতায় থাকি। বাড়ি ফিরতে হলে অনেক ধকল সামলাতে হতো। তবে এ বার থেকে অনেকটাই সুরাহা মিলবে বলে মনে হয়।’
এনএফ