ভারতে সয়াবিন তেলের দাম আরও কিছুটা কমতে পারে। এমনই পরিকল্পনা নিয়ে আলোচনায় চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বুধবার দেশটির খাদ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি জরুরি বৈঠক ডাকে। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ভোজ্যতেল সংস্থার প্রতিনিধিরা।

দেশটির খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রে খবর, ভোজ্যতেলের মূল্য হ্রাস করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে কয়েক দিনের মধ্যেই তেলের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও দেখুন >> দাম কমল সয়াবিন তেলের

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এ পদক্ষেপের ফলে ২০ রুপি পর্যন্ত কমতে পারে রান্নার তেলের দাম।

বিশ্ববাজারে ভোজ্যতেলের চাহিদা ও মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছিল ভারতের বাজারেও। হু-হু করে বেড়েছিল তেলের দাম। তবে গত কয়েক মাসে কিছুটা দাম নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার।

সূত্র : হিন্দুস্থান টাইমস

ওএফ