মুখতার আব্বাস নাকভি, ছবি: ন্যাশনাল হেরাল্ড

চলতি মাসের ২৫ তারিখ মেয়াদ শেষ হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। তার বিদায়ের আগে, ১৮ জুলাই হবে ভারতের প্রেসিডেন্ট নির্বাচন এবং সে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ওড়িষার বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মুর নামও ঘোষণা করেছে দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দলটি।

কাছাকাছি সময়ের মধ্যে নির্বাচন হবে ভাইস প্রেসিডেন্ট পদেও। ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট।

ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন— সে সম্পর্কে দাপ্তরিক কোনো ঘোষণা আসেনি এখনও; তবে ভারতের রাজনীতিতে জোর গুঞ্জন— দলের জ্যেষ্ঠ নেতা ও কেন্দ্রীয় সরকারের ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ৬৪ বছর বয়সী মুখতার আব্বাস নাকভিকেই এই পদের জন্য সবচেয়ে যোগ্য ভাবছে বিজেপি।

কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভারও সদস্য ছিলেন নাকভি। বৃহস্পতিবার রাজ্যসভায় তার সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল; কিন্তু তার একদিন আগে বুধবার পদত্যাগপত্র জমা দেন তিনি।

মঙ্গলবার সকালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন নাকভি। এজন্য প্রকাশ্যে মোদি তার প্রশংসাও করেন। তার আগে বিজেপির বর্তমান সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি।

একই দিন বিজেপির শীর্ষ দুই নেতার সঙ্গে সাক্ষাত ও বৈঠকের পর থেকে ভারতের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাকভির নাম আসছে। অবশ্য বিজেপির দলীয় হাইকমান্ড ও নাকভির পক্ষ থেকে এখনও সংবাদমাধ্যমকে এ সম্পর্কে কিছু বলা হয়নি।

বিজেপির জ্যেষ্ঠ নেতা মুখতার আব্বাস নাকভি ভারতের রাজনৈতিক কেন্দ্র উত্তর প্রদেশের রাজনীতিক। গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হয় তার। ১৯৭৫ সালে ভারতে জারি হওয়া জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হন তিনি, তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর।

পরে জেল থেকে বেরিয়ে উত্তর প্রদেশের আঞ্চলিক দল জনতা পার্টিতে যোগ দেন নাকভি, সেখান থেকে বিজেপিতে আসেন। ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপির সাবেক শীর্ষ নেতা ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারে তথ্য ও সম্পচার বিষয়ক প্রতিমন্ত্রীর পদ পেয়েছিলেন তিনি।

তারপর ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রীয় সরকারের ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন নাকভি।

সূত্র: এনডিটিভি

এসএমডব্লিউ