ওষুধ না পেয়ে হাসপাতালে আগুন ধরিয়ে দিলেন তিনি!
ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন স্থানীয় এক যুবক। সেখানে গিয়ে এমন কাণ্ড করে বসেছেন যে, পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় প্রশাসন বলেছে, হাসপাতাল থেকে ওষুধ না দেওয়ায় রাগের বশে হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছেন ওই যুবক।
জেলা হাসপাতালে ওষুধ না পেয়ে রাগে ফেটে পড়েন রাজা আনসারি নামের ওই যুবক। পরে হাসপাতালে আগুন ধরিয়ে পালিয়ে যান তিনি। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার ছয়দিন পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পুলিশের বরাত দিয়ে বলেছে, গত ২৮ জুন জেলা হাসপাতালে যান রাজা আনসারি। ওষুধ না পেয়ে রেগে গিয়ে হাসপাতালের চার তলায় আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে যান। হাসপাতালের কর্মীরা ধোঁয়া দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে।
আরও পড়ুনঃ ছাত্রের সঙ্গে স্কুল শিক্ষিকার প্রেম, অবশেষে ছাত্রের হাতেই খুন
তাৎক্ষণিকভাবে পুলিশ এবং দমকল বাহিনীকে হাসপাতালে অগ্নিকাণ্ডের এই খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করেছিলেন। কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চমকে ওঠেন তদন্তকারীরা। ফুটেজে এক ব্যক্তিকে আগুন ধরিয়ে দিতে দেখা যায়।
এরপরই অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। একই সঙ্গে তার খোঁজ দিতে পারলে ২৫ হাজার রুপি পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেয়। এই ঘটনার ছয়দিন পর ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্ভল জেলার পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেছেন, অভিযুক্তের কাছ থেকে একটি পাসপোর্ট, মোবাইল ফোন, আধার কার্ড, চারটি বিদেশি পয়সা, এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এসএস