ভিডিও: বরিস জনসনকে পুলিশের ধাওয়া?
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। মাঠে দুই দলের ক্রিকেটারদের খেলা চলছে। এর মাঝেই হঠাৎ এক ব্যক্তি গ্যালারির স্ট্যান্ডে দৌড় শুরু করলেন, আর তার পেছন পেছন ছুটছে এক দল ব্যক্তি; যাদের প্রত্যেকের পরনে পুলিশের পোশাক। যে ব্যক্তি দৌড়াচ্ছেন তাকে দেখতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো লাগছে। মাথার চুল, পোশাক এবং টাইও পরেছেন জনসনের অনুকরণে।
পুলিশের পোশাক পরা ব্যক্তিরা যখন তার পেছনে দৌড়াতে শুরু করেন, তখন স্টেডিয়ামের গ্যালারিতে ব্যাপক চিৎকার ও উল্লাস করতে দেখা যায় দর্শকদের। আসলে করোনা মহামারির সময় বিধি-নিষেধ লঙ্ঘন করে জন্মদিনের পার্টি আয়োজন করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে তিরস্কার জানাতে স্টেডিয়ামে এই কাণ্ড করেছেন তারা।
বিজ্ঞাপন
আর এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে। স্ট্যান্ড থেকে ধারণ করা একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্রিকেটপ্রেমী এক ব্যক্তি বরিস জনসনের অনুকরণে পোশাক পরেছেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি জনসনের মতো করে মাথায় সোনালি রঙের পরচুলা, নীল টাই এবং সাদা শার্ট পরেছেন। এই শার্টে লেখা রয়েছে, ‘দয়া করে বরিস জনসনকে ভোট দিন।’
— England’s Barmy Army (@TheBarmyArmy) June 25, 2022
ছোট এই ভিডিও ক্লিপে দেখা যায়, ওই ব্যক্তির বন্ধুরা তাকে পেছন থেকে ধাওয়া করেছেন; যাদের প্রত্যেকের পরনে পুলিশ কর্মকর্তার পোশাক। ভিডিওতে ওই ব্যক্তি ও পুলিশের পোশাক পরাদেরকে বাউন্ডারির দিকে যেতে দেখা যায়। এ সময় গ্যালারির দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।
ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের ক্ষমতাসীন প্রথম কোনও প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন আইন লঙ্ঘন করে জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলেন। করোনা মহামারির সময়ের সেই ঘটনা পার্টিগেট কেলেঙ্কারি নামে পরিচিত। পার্টিগেট কেলেঙ্কারির ঘটনা স্মরণ করিয়ে দিতে ওই ব্যক্তিরা স্টেডিয়ামে হাস্যরসাত্মক এই কাণ্ড করেছেন।
করোনা মহামারি যখন যুক্তরাজ্যে চূড়ায় পৌঁছেছিল সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিট এবং হোয়াইট হলে আইন ভেঙে ভিন্ন ভিন্ন ১২টি পার্টি আয়োজনের ঘটনার তদন্ত করছে ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্তত ছয়টি পার্টিতে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হয়। এর মধ্যে আইন লঙ্ঘন করে ২০২০ সালে নিজের জন্মদিনের আয়োজন করায় জরিমানাও গুনতে হয়েছে তাকে। এই কেলেঙ্কারির পর চলতি মাসের শুরুর দিকে আস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন জনসন। সেই সময় সংসদে কোনও রকমে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় টিকে যান তিনি।
স্টেডিয়ামে ধারণ করা ভিডিওটি ইতোমধ্যে অনলাইনে ঝড় তুলেছে। ভিডিওটি এখন পর্যন্ত পাঁচ লাখ বার দেখা হয়েছে এবং লাইক, কমেন্ট করেছেন আরও হাজার হাজার মানুষ।
একজন কমেন্টে মজা করে লিখেছেন, ‘আসল বরিস জনসন হতে পারে না। পুলিশ তাকে ধরার চেষ্টা করছে।’ অন্যরা ভিডিওটিকে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন এবং হাস্যকর ইমোজিতে কমেন্টের বন্যা বয়ে দিয়েছেন।
এসএস