রাশিয়ার সোনায় চার দেশের নিষেধাজ্ঞা
ইউক্রেন আগ্রাসনের জন্য মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টার অংশ হিসাবে রাশিয়ার সোনার নতুন আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা। রোববার ব্রিটেনের সরকারি এক বিবৃতিতে রাশিয়ার সোনা আমদানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের এই তথ্য জানানো হয়েছে।
জার্মানিতে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ এর নেতাদের বৈঠকের আগে ব্রিটেনের সরকারের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার উত্তোলিত নতুন অথবা পরিশোধিত সোনার ওপর শিগগিরই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিজ্ঞাপন
তবে নতুন এই নিষেধাজ্ঞা আগে রপ্তানি করা রাশিয়ার সোনার ওপর প্রভাব ফেলবে না বলে বিবৃতিতে জানানো হয়েছে।
গত বছর রাশিয়া ১৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করেছিল। সম্প্রতি দেশটির ধনকুবেররা পশ্চিমা নিষেধাজ্ঞার আর্থিক প্রভাব কমাতে বুলিয়ন (সোনা-রুপার বাট) কিনতে শুরু করেছেন।
বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘আজ আমরা যেসব পদক্ষেপের ঘোষণা দিয়েছি তা সরাসরি রাশিয়ান অলিগার্চ এবং পুতিনের যুদ্ধযন্ত্রের কেন্দ্রস্থলে আঘাত করবে।’
‘পুতিনের সরকারের অর্থায়নে ব্যাঘাত ঘটাতে হবে। যুক্তরাজ্য এবং আমাদের মিত্ররা ঠিক তাই করছে।’
সূত্র: রয়টার্স।
এসএস