আদালতের কাঁচঘেরা কক্ষ থেকে জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন অ্যালেক্সি নাভালনি

রাশিয়ার বিরোধী নেতা এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। স্থগিত দণ্ডের শর্ত ভঙ্গের অভিযোগে দেওয়া কারাদণ্ডের বিরুদ্ধে তিনি এই আপিল করেছিলেন।

চলতি মাসের শুরুতে নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। শনিবার আপিলের শুনানিতে তিনি হেরে গেলেও ছয় সপ্তাহ সাজা কমেছে। তিনি এখন পর্যন্ত যত দিন গৃহবন্দী অবস্থায় পার করেছেন, সেটি বাদ দিয়ে বাকি সময়টা তাকে জেলে থাকতে হবে। সেই হিসাবে প্রায় তার সাজার মেয়াদ ২ বছর ৮ মাস বাকি আছে।

এদিকে আপিলের রায়ে ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যালেক্সি নাভালনি। আদালতে কাঁচঘেরা কক্ষ থেকে তিনি বলেন, দারুণ! তারা আমার কারাদণ্ড দেড় মাস কমিয়ে দিয়েছে।

এদিকে আপিল আবেদন খারিজ হওয়ার কয়েক ঘণ্টা পর একই আদালত অ্যালেক্সি নাভালনিকে ১১ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পৌনে ১০ লাখ টাকার সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এক বৃদ্ধকে আপমানের অভিযোগে তাকে এই জরিমারা করা হয়।

পুতিনবিরোধী নিতো হিসেবে রাশিয়ায় তুমুল জনপ্রিয় অ্যালেক্সি নাভালনি

গত বছর ওই বৃদ্ধ একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পুতিনের সাংবিধানিক সংস্কার কার্যক্রমকে সমর্থন জানিয়েছিলেন। ওই সংস্কার কার্যক্রমের মাধ্যমে পুতিনকে আরও দুই মেয়াদে নির্বাচনে প্রার্থিতা করার অনুমোদন দেওয়া হয়। ওই ভিডিওবার্তায় অংশ নেওয়া মানুষদেরকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেছিলেন নাভালনি।

প্রেসিডেন্ট পুতিনের কড়া সমালোচক ৪৪ বছর বয়সী আইনজীবী নাভালনিকে গত বছর আগস্টে রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন তিনি।

জার্মানিতে চিকিৎসা শেষে ১৭ জানুয়ারি দেশে ফিরে আসেন নাভালনি

পরে জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে উঠেন এবং গত ১৭ জানুয়ারি দেশে ফেরেন। কিন্তু রাশিয়ায় ফেরার পর বিমানবন্দরেই গ্রেপ্তার হন নাভালনি। নাভালনির অভিযোগ, প্রেসিডেন্ট পুতিন তাকে হত্যার নির্দেশ দিয়েছেন; যদিও ক্রেমলিন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

কে এই নাভালনি?
দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী হিসেবে অত্যন্ত পরিচিত রাজনীতিক নাভালনি। ২০১৮ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু অর্থ আত্মসাতের দায়ে দেশটির বিরোধী এই নেতাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখা হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে নাভালনি

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার বিরোধী এই নেতার লাখ লাখ অনুসারী রয়েছেন। গত বছরের আগস্টে বিষাক্ত নার্ভ অ্যাজেন্ট হামলায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন নাভালানি। এই হামলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন তিনি; যদিও ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: বিবিসি

টিএম