দেহের ওজন প্রতি এক কেজি কমালেই উন্নয়নের জন্য ১০০০ কোটি টাকা পাবেন— এমন শর্ত পেয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিল ফিরোজিয়া। এই বিজেপি নেতা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গেল ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী শর্ত দিয়ে তাকে বলেন, তিনি যদি দেহের ওজন কমাতে পারেন তবে প্রতি এক কেজি ওজন কমালেই নিজ সংসদীয় এলাকার উন্নয়নের জন্য ১০০০ কোটি টাকা করে দেওয়া হবে। এই শর্ত পেয়েই তা লুফে নেন ৫০ বছর বয়সী এই বিজেপি সংসদ সদস্য।

এজন্য অনিল ফিরোজিয়া আয়ুর্বেদ চিকিৎসকের কাছে যান। পরামর্শ নিয়ে সাতার ও খাদ্যবিধিতে নিজেকে বেঁধে ফেলে কমিয়ে ফেলেন ১৫ কেজি ওজন।

এ বিষয়ে নীতিন গড়করী বলেন, অনিল ফিরোজিয়া বারবার আমার কাছে অর্থের দাবি করতেন এলাকা উন্নয়নের জন্য, তাই আমি তাকে শর্ত দিয়েছিলাম এবং নিজের ছবি দেখিয়েছিলাম যে আমি একসময় ১৩৫ কেজি ওজনের অধিকারী ছিলাম, বর্তমানে আমার ওজন ৯৩ কেজি।

অনিল ফিরোজিয়া বলেন, আমি মন্ত্রীর সঙ্গে দেখা করব সংসদ অধিবেশনের সময় এবং তাকে মনে করাব শর্তের কথা।

এসএসএইচ