লাদাখে ৫ সেনা নিহতের কথা স্বীকার করল চীন
গত বছরের জুনে লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারতের সেনাদের সঙ্গে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পাঁচ সদস্য নিহত হওয়ার কথা অবশেষে স্বীকার করলো চীন। ওই সংঘর্ষে ভারতের বিশ জন সেনা নিহত হয়েছিলেন। খবর এনডিটিভির।
ভারতের সঙ্গে সংঘর্ষে নিহত ওই পাঁচ সেনা সদস্য ও কর্মকর্তাকে সম্মানিত করেছে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন সিএমএসি। চীনের সামরিক বাহিনী পরিচালিত দৈনিক দ্য পিএলএ শুক্রবারের এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।
বিজ্ঞাপন
দুই দেশের মধ্যে কয়েক দশকের সবচেয়ে প্রাণঘাতী গালওয়ান সংঘাতে পিএলএ’র জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কি ফাবাও নিহত হয়েছেন বলে পিএলএ দৈনিকের বরাতে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল টাইমস।
প্রতিবেদন অনুযায়ী সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গালওয়ান সীমান্ত সংঘর্ষে প্রাণ হারানো কি ফাবাও, চেন হোংজুনম চেন জিয়াংগ্রোং, জিয়াও সিউয়ান এবং ওয়াং ঝৌরানকে দেশের পক্ষ থেকে সম্মান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তবে ভারত অবশ্য ওই সময় দাবি করেছিল যে, গালওয়ানের ওই সংঘর্ষে চীনের কমপক্ষে ৩০ জন সেনা নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত বেইজিং ওই সংঘর্ষে নিহতের কথা আনুষ্ঠানিভাবে জানায়নি।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ১০ ফেব্রুয়ারির এক প্রতিবেদনে জানিয়েছিল, সীমান্ত বিরোধ নিয়ে কাশ্মীর সংলগ্ন পূর্ব লাদাখের ওই সংঘর্ষে চীনের পিপলস লিবারেশন আর্মির ৪৫ সেনা সদস্য নিহত হয়েছিলেন।
গত ১৫ জুন অস্ত্র ছাড়াই ওই সংঘর্ষে বিশ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল ভারত। চুক্তির কারণে অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার প্রতিশ্রুতির কারণে যে সংঘর্ষটি হয়েছিল প্রতিবেশী দেশ দুটির মধ্যে গত চার দশকে এত বড় রক্তক্ষয়ী সংঘাত হয়নি।
এএস