নবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি নেতা গ্রেপ্তার
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব মোর্চার এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির যুব শাখার এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টের মাধ্যমে পরিবেশ নষ্টের চেষ্টা করায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
ইসলাম ধর্মের নবীকে (সা.) নিয়ে বিজেপির দুই নেতা বিতর্কিত মন্তব্য করায় ভারতের বিভিন্ন প্রদেশের সংখ্যালঘু মুসলিমরা বিক্ষোভ-প্রতিবাদ করছেন। চার দিন আগে উত্তর প্রদেশের কানপুরে মুসলিমদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বুধবার বিজেপির যুব শাখার নেতা হর্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
বিজ্ঞাপন
কানপুর পুলিশ কমিশনার বিজয় মীনা বলেছেন, যারা ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করবে,আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
ভারতের আলোচিত জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে গত মাসে এক টেলিভিশন টকশোতে মহানবী (সা.) প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা। এ ঘটনা উত্তর প্রদেশের মুসলিমদের ক্ষুব্ধ করে তোলে। বৃহস্পতিবার নুপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেন রাজ্য বিজেপির অপর নেতা নবীন কুমার জিন্দাল। পরে অবশ্য সেই টুইট মুছে ফেলেন তিনি।
আরও পড়ুন: মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী কে এই নুপুর শর্মা
এদিকে, এ ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজের পর উত্তর প্রদেশের কানপুর জেলায় দুটি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ২০ কর্মকর্তাসহ ৪০ জন আহত হয়েছেন। সোমবার পুলিশ সহিংসতার এই ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে ৪০ জনের ছবি প্রকাশ করেছে। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি থেকে সন্দেহভাজনদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সহিংসতার পর দেড় হাজারের বেশি মানুষকে আসামি করে মামলা দায়ের করেছিল কানপুর পুলিশ। এই মামলার প্রধান অভিযুক্ত জাফর হায়াতসহ ৫০ জনের বেশি মানুষকে ইতামধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
নবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রোববার নুপুর শর্মাকে দল থেকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি। এরপরও বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে ভারত।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ অন্তত ১৬টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। এসব দেশ ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
নুপুর শর্মার নিরাপত্তা জোরদার
হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা বিজেপির জ্যেষ্ঠ নেতা ও দলটির সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও তার পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক মন্তব্যের কারণে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করার পর তার নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন: মহানবীকে কটূক্তি করায় ভারতকে ক্ষমা চাইতে হবে, দাবি ১৫ দেশের
মূলত সদ্য বরখাস্ত এই নেত্রীর আবেদনের পরই তার নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে হয়রানি ও হুমকির কথা উল্লেখ করে পুলিশকে নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন অভিযুক্ত বিজেপি নেত্রী নুপুর শর্মা। আর এরপরই তার নিরাপত্তা বাড়ানো হয়।
দেশটির এক কর্মকর্তা বলেছেন, ‘বিতর্কিত মন্তব্যের জেরে হুমকি পাচ্ছেন এবং তাকে হয়রানি করা হচ্ছে বলে নুপুর শর্মা অভিযোগ করার পর শর্মা এবং তার পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।’
এসএস