কোনো পুরুষকে নয়, নিজেকেই বিয়ে করতে চলেছেন ভারতের গুজরাটের এক তরুণী। ক্ষমা বিন্দু নামে ২৪ বছর বয়সী ওই তরুণী আগামী ১১ জুন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেকেই বিয়ে করতে যাচ্ছেন। সঙ্গে স্বামী না থাকলেও বিয়ের পর থাকছে হানিমুনের ব্যবস্থা। সমুদ্র সৈকত হচ্ছে হানিমুন।

আসলে নিজেকেই ভালোবেসে ফেলেছেন গুজরাটের ভদোদরার বাসিন্দা ক্ষমা বিন্দু। তাই আগামী ১১ জুন নিজেকেই বিয়ে করবেন বলে মনস্থির করেছেন। বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের কোনো কমতি নেই। ভদোদরার একটি মন্দিরে হবে বিয়ের অনুষ্ঠান। সাত পাকে ঘোরা, মালা বদল ও সিঁদুরদানও হবে। শুধু কোনো বর বা বরপক্ষ থাকবে না অনুষ্ঠানে। বিয়ের পর দুই সপ্তাহ মধুচন্দ্রিমা যাপন করা হবে গোয়াতে।

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমকে ক্ষমা বলেছেন, তিনি কোনো দিন বিয়ে করতে চাননি। হতে চেয়েছিলেন কনে। নিজেকে ভালোবাসায় হচ্ছে এই বিয়ের মূল অর্থ।

২৪ বছরের এই তরুণী বলেছেন, নারী ভাবনাকে গুরুত্ব দিতেই তার এই সিদ্ধান্ত। এ ধরনের বিয়ের কোনো গুরুত্ব অন্যরা স্বীকার না করলেও, ব্যক্তি নারীর গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি। এই ব্যতিক্রমী ভাবনা তার মা-বাবার সমর্থন পেয়েছেন বলেও জানিয়েছেন ক্ষমা।

আগামী ১১ জুন ক্ষমার বিয়ে। অভিনব এই বিয়ের দিকে শুধু গুজরাটের মানুষ নন, তাকিয়ে আছে গোটা ভারতবর্ষও।

এমএইচএস