অভিযুক্ত তিন উত্তর কোরীয় নাগরিক কিম ইল, পার্ক জিন হিয়োক ও জন চ্যাং হিয়োক

সারা বিশ্বের বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ চুরির পরিকল্পনার দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া কানাডীয় বংশোদ্ভূত একজন আমেরিকান নাগরিককের বিরুদ্ধেও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

উত্তর কোরিয়ার ওই তিন নাগরিকের নাম কিম ইল, পার্ক জিন হিয়োক এবং জন চ্যাং হিয়োক। বর্তমানে তারা পলাতক আছেন। অর্থ চুরির পরিকল্পনার পাশাপাশি তাদের বিরুদ্ধে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি জালিয়াতিরও অভিযোগ আনা হয়েছে।

প্রায়ই উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার ওই তিন অভিযুক্ত ব্যক্তি ২০১৭ সালে ওয়ানাক্রি সাইবার হামলার সঙ্গেও জড়িত ছিল। ওই হামলায় ব্রিটেনজুড়ে স্বাস্থ্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট কম্পিউটার সিস্টেমে কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়।

স্থানীয় সময় বুধবার (১৭ ফেব্রুয়ারি) অর্থ চুরির পরিকল্পনার দায়ে তিন উত্তর কোরীয় নাগরিকের নাম ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস। তিনি বলেন, (রাষ্ট্রীয়) পতাকা হাতে নিয়ে অপরাধীদের সিন্ডিকেটে পরিণত হয়েছে উত্তর কোরিয়া।

এর আগে ২০১৪ সালে সনি এন্টারটেইনমেন্ট পিকচার থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আসামিদের একজন পার্ক জিন হিয়োককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর এবার ওই তিন জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্ত ওই তিন আসামি উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার অধীনস্থ নিরীক্ষণ ব্যুরোতে কাজ করেন।

বন্দুক ব্যবহারের পরিবর্তে অস্ত্র হিসেবে কি-বোর্ড ব্যবহার করছে উত্তর কোরিয়া

জন ডেমারস বলেন, ‘বন্দুক ব্যবহারের পরিবর্তে অস্ত্র হিসেবে উত্তর কোরিয়া কি-বোর্ড ব্যবহার করছে। সরাসরি অস্ত্র ঠেকিয়ে অর্থ ছিনিয়ে না নিয়ে তারা সারা বিশ্ব থেকে ডিজিটাল বিভিন্ন মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। দেশটি বিশ্বের সব থেকে বড় ব্যাংক ডাকাত।’

সূত্র: বিবিসি

টিএম