ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপকে ‘বৃহত্তর ঐক্য’ দেখাতে হবে। এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার এমনটিই জানিয়েছে বিবিসি। 

রাশিয়ার  বিরুদ্ধে নতুন এক গুচ্ছ নিষেধাজ্ঞা দেওয়া এবং রাশিয়ার তেল নিষিদ্ধকরণের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, এখন আপনাদের পৃথক ও খণ্ডিত না হওয়ার সময়, এক হোন।

নিজের দেশকে উদাহরণ হিসেবে টেনে তিনি বলেন, এক হয়ে কাজ করার  ফলে ইউক্রেনিয়ানরা রুশ সৈন্যদের পাশাপাশি পুতিনকেও প্রতিহত করতে পেরেছে। 

জেলেনস্কি বলেন, একটি জাহাজ ধ্বংস হয়ে গেলে, অন্যরা যখন ডুবে যেতে থাকে, তখন কারো একার পক্ষে ভেসে থাকার আশা রাখা অসম্ভব। 

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ইস্যুতে ইউরোপের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করতে হবে বলেও মনে করেন তিনি। 

ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা আরোপ ইস্যুতে চুক্তি করতে ব্রাসেলসে বসেছেন ইইউ নেতারা। তবে আগে থেকেই এ পরিকল্পনায় সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছ হাঙ্গেরি।    

আরএইচ